সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সস্তার Android ফোন ল’ঞ্চ করলো Motorola, Jio-র গ্রাহকরা পাবেন দু’র্দা’ন্ত ছা’ড়

নতুন বছর শুরু হতে না হতেই বিভিন্ন মোবাইল সংস্হা নতুন নতুন মডেল বাজারে নিয়ে আসছে। তার মধ্যে অন্যতম মোটোরোলা, তারা তাদের নতুন মডেল বাজারে নিয়ে এসেছে।বুধবার ভারতে লঞ্চ হয়েছে Moto E13, দুটি স্টোরেজ ও 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Moto E13, Android 13 (Go Edition) অপারেটিং সিস্টেম থাকবে এই ফোনে।

এছাড়াও Moto E13 – এর পিছনে রয়েছে 13 MP ক্যামেরা। ভারতে বিভিন্ন কয়েকটি সেগমেন্টের ফোন বেশি পরিমাণে বিক্রি হয়, তার মধ্যে ১০,০০০ টাকার ফোন সবথেকে বেশী আছে বাজারে। অন্যান্য কোম্পানিরাও এই সেগমেন্টের ফোন বানাতে ব্যস্ত।Moto E13 – এর দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে।

বেস ভেরিয়েন্টে রয়েছে 2 GB RAM + 64 GB স্টোরেজ। এছাড়াও 4 GB RAM + 64 GB স্টোরেজ সহ ফোন বাজারে আনা হয়েছে।Moto E13 – এ রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। স্পিকারে রয়েছে Dolby সাপোর্ট।

আরো খবর: একেই বলে ভা’গ্য! জীবনে প্রথম লটারি কে’টেই জিতলেন ২৯০ কোটি, যুবতীর কা’হি’নী শুনলে ঈ’র্ষা হবে

এই ফোনের চিপসেট Unisoc T606 । এদিকে 4 GB RAM ও 64 GB স্টোরেজ থাকতে চলেছে ফোনে, তবে 1 TB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট থাকছে এই ফোনে।

কানেক্টিভিটির কথা যদি বলতে হয়, তাহলে এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি সঙ্গে এ 10 W চার্জিং সাপোর্ট থাকবে। কানেক্টিভিটির জন্য Moto E13 – এ রয়েছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, GPS ও USB Type-C