সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Amazon-র জঙ্গলে দু-সপ্তাহ আগে ভে’ঙে পড়েছিল বিমান, জী’বি’ত উ’দ্ধা’র ১১ মাসের বাচ্চা সহ ৪ শিশু

একেই হয়তো বলে ভাগ্য, অ্যামাজনের মতো জঙ্গলে হারিয়ে গিয়েও শেষ পর্যন্ত প্রাণী বেঁচে ফিরল তারা। যার মধ্যে এগারো মাসের সদ্যোজাত শিশুও রয়েছে। আমাজনের জঙ্গলে বিমান দুর্ঘটনা ঘটেছিল আর সেখানেই ১৩, ৯ ও ৪ বছরের শিশু ও সাথে ১১ মাসের শিশুও ছিল।

উদ্ধারকারীরা যখন তাদের উদ্ধার করে তখন চারজনকে দেওয়া জীবিত অবস্থায় খুঁজে পাই। তারা জানায় তারা নাকি,সাউদার্ন ক্যাকেটার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল।অ্যামাজনের জঙ্গলে বিমান দুর্ঘটনা ঘটে দু সপ্তাহ আগে, আর তারপর থেকেই উদ্ধারকারীরা উদ্ধারকার্য শুরু করে।

১০০ জন সেনা জওয়ান মিলে এই তল্লাশি চালায়, সাথে তারা স্নিফার ডগ নিয়েই তল্লাশি চালায়। বিমান দুর্ঘটনার সাথে তিনজনের মৃত্যু হয় যার মধ্যে চালক ও শিশুদের মা রয়েছে। কিন্তু বরাত ভালো থাকায় চারজন শিশুই প্রাণে বেঁচে যায়।

উদ্ধারকারীরা যখন তাদের উদ্ধারকার্য শুরু করে ,তখনই তারা এক জায়গায় ছাউনির মতো কিছু একটা দেখে আর সেখান থেকেঈ শুরু হয় খোঁজা। ধীরে ধীরে তারা এগিয়ে অনেক কিছুই খুঁজে পায় তারা।জুতোর ছেঁড়া টুকরো, চুলের গোছা, বাচ্চাদের জলের বোতল, অর্ধেক খাওয়া ফল সমস্ত কিছুই।

এরপরেই দুটি মৃতদেহ উদ্ধার করে তারা। আর তারপরেই তারা খুঁজে পায় শিশুগুলিকে। আমাজনের রেইনফরেস্টের ৪০ মিটারেরও বেশি লম্বা দৈত্যাকৃতি গাছ ও ভারী বৃষ্টি উদ্ধারকাজে বাধা দেয়, কিন্তু কষ্ট হলেও শেষপর্যন্ত উদ্ধার করা যায় শিশুগুলোকে।