সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রিংয়ে ঘু’ষি খে’য়ে চেতনা হারিয়ে শু’ন্যে হাত চালালেন আফ্রিকান বক্সার, ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

রিং এর ভেতরের যুদ্ধে হার না মানলেও জীবনযুদ্ধে হার মানতে হল । বাউট চলাকালীন চেতনা হারিয়ে শূন্যে ঘুষি ছাড়ছিল এই বক্সার। কিন্তু শেষে আর তিনি রিং এ ফিরতেই পারলেন না।

গত রবিবারের ঘটনা, লাইট ওয়েট খেতাব জেতার লক্ষ্যে রিং এ নামেন লাইট ওয়েট বক্সার সিমিসো বুথেলেজি ।তিনি মোকাবিলা করেন সিফেসিহলে মনতুংওয়ার।

প্রথম থেকে সমস্ত বিষয় ভালোই চলছিল, কিন্তু দশম রাউন্ডের মাঝপথেই দারুণভাবে বিব্রত দেখায় তাকে। কিন্তু রেফারি ফের রাউন্ড শুরু করার নির্দেশ দেয় ঠিকই কিন্তু পরিস্থিতি যে স্বাভাবিক নয় সেটা তিনি বুঝতে পারে।

আরো পড়ুন: টানা তিনদিন গ্রাহকদের ক’ষ্ট স’হ্য করতে হ’বে, চলতি মাসে ফে’র ব্যাংক ধর্মঘট

কারণ সেখানেই সিমিসো রেফারিকে প্রতিপক্ষ ভেবেই ঘুষি চালাতে থাকে। তৎক্ষণাৎ রেফারি সেখান থেকে সরে যায়, আর সিমিসো শূন্যে ঘুষি চালাতে থাকে।

এতে প্রাথমিকভাবে রেফারি বুঝতে পারে, সিমিসো জ্ঞান হারিয়েছে। সেই কারণে সেখানেই খেলা বন্ধ করে দেয় ও মনতুংওয়ারকে জয়ী ঘোষণা করে।

কিন্তু তার পরেই তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু জানা যায় সে কোমায় চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলেরই উদ্বেগ প্রকাশ করে তাঁর প্রতি। পরে সিমিসোর পরিবার থেকে জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য এই ২৪ বছরের তরুণ বক্সারের মৃত্যু হয়।