সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Pan কার্ড ধারকদের জন্য গুরুত্বপূর্ণ ত’থ্য, লিংক না করালেই জ’রি’মা’না ১০০০ টা’কা

বর্তমান সময়কালে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা জরুরি। যারা এখনো পর্যন্ত লিঙ্ক করেননি তারা 31 শে মার্চের মধ্যে এই দুই নথীর লিংক করে নিতে পারবেন। যদি নির্দিষ্ট তারিখের মধ্যে এই দুই নথীর লিংক না হয়ে থাকে তাহলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করার সময় পেরিয়ে গেলে পরে করতে চাইলে হাজার টাকা ফাইন দিতে হতে পারে।

নির্ধারিত তারিখের মধ্যে লিংক না করালে মিউচুয়াল ফান্ড, স্টক, ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে প্যান কার্ড কাজ করবে না। সে ক্ষেত্রে প্যান কার্ড লক হয়ে যেতে পারে। এফআরএ কাজ আটকে যাবে। কারণ বর্তমানে এই সমস্ত পরিসেবার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

যদি কোনও ব্যক্তির কাছে অবৈধ প্যান কার্ড থাকে তাহলে আয়কর আইন 1961 ধারা 272 এন অনুযায়ী তাকে 10000 টাকা ফাইন দিতে হতে পারে। এর আগে প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করার ক্ষেত্রে সময় সীমা অতিক্রম করলে ফাইন দেওয়ার ব্যবস্থা ছিলনা। তবে নতুন নিয়ম অনুযায়ী যথাসময়ে লিঙ্ক না করালে কোনো ব্যক্তি আর্থিক লেনদেন করতে পারবেন না।

শুধু তাই নয় আয়কর রিটার্ন করা যাবে না প্যান এবং আধার কার্ডের লিঙ্ক না থাকলে। প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করাতে হলে প্রথমে https://www.incometaxindiaefiling.gov.in/home-এ গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন। তারপর সেখানে আধার এবং প্যান কার্ডের বিবরণ দিন। তারপর সেখানে লিঙ্ক করিয়ে নিন।