সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাইকে পেট্রোল ক’ম থাকার কা’র’ণে জরিমানা হলো ২৫০ টা’কা, এর কারণটা কি?

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি গাড়ির চালানের ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে পর্যাপ্ত জ্বালানি ছাড়া মোটরসাইকেল চালানোর কারণে বাইক আরোহীকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

কেরালার বাসিন্দা বাসিল স্যাম নামের ওই বাইক আরোহী সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। ওই ব্যক্তি জানাচ্ছেন কর্তব্যরত পুলিশ অফিসারের ভুলের কারণে ভুল টাইপিং হয়েছিল।

রাস্তার ভুল দিক থেকে বাইক চালানোর জন্যই তাকে জরিমানা করা হয় বলে তিনি সাফাই দিয়েছেন। তিনি জানিয়েছেন রয়্যাল এনফিল্ড নিয়ে তিনি ভুল দিকে বাইক চালাচ্ছিলেন। যে কারণে তার জরিমানা হয়।

আরো পড়ুন: সব সম্পত্তি আমার নামে, টা’কা আমার ফ্ল্যাটে মিললেও আমি কেবলমাত্র বেতনভুক্ত ক’র্মী মা’ত্র: অর্পিতা

রাস্তায় ভুল দিকে বাড়ি চালানোর জন্য ট্রাফিক পুলিশ এসে তাকে ২৫০ টাকা জরিমানা করেন। এরপর তিনি অফিসে এসে দেখেন তার চালানে লেখা রয়েছে ‌পর্যাপ্ত জ্বালানি না থাকার কারণে তাকে জরিমানা করা হয়েছে। এই ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

আসলে দেশে এমন কোন আইন নেই যে আইন পর্যাপ্ত জ্বালানি না থাকলে কোন মোটরবাইক কিংবা গাড়িকে রাস্তায় চলাচল করতে বাধা দিতে পারে। এই আইন সাধারণত বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। চালান দেওয়ার সময় টাইপিং এ ভুল হয়ে থাকবে। এমনটাই বলছেন ওই যুবক।