সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫ প্রাথমিক চাকরিপ্রার্থীর র’হ’স্য’জ’ন’ক মৃ’ত্যু, উঠছে নানা প্রশ্ন

পরপর ৫টি টেট পরীক্ষার্থীর আত্মহত্যা, যেটা কি সত্যি নিছক কোনও দুর্ঘটনা না কোনো খুন? এই প্রশ্ন এখন উঠছে চারিদিকে ঘটনাটি ঘটেছে বিভিন্ন জায়গায়, বাদুরিয়া থেকে শুরু করে নদীয়া, মুর্শিদাবাদ, বসিরহাট তাহলে কি চাকরি না পাওয়ার কষ্টে মানসিক অবসাদে গিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল তারা?

প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে কলকাতার ধর্মতলায় আন্দোলন হয়েই চলেছে, এরই মধ্যে টেট আন্দোলনকারীদের এই আকস্মিক মৃত্যু চিন্তার ভাজ ফেলছে সবার কপালে। স্বাগতা দেবনাথ সেখানকার একজন আন্দোলনাকারী তিনি জানান, আর কত রাজুকে এভাবে আমাদের হারাতে হবে জানি না। হাইকোর্টে কেস চলছে।

কিন্তু এখনও আমরা পাশ করে বসে আন্দোলন করে চলেছি, কিন্তু তাও ইন্টারভিউয়ের জন্য ডাক পেলাম না। এই যে মৃত্যু হল তার জন্য দায়ী কে? শুক্রবার রাজু গাজির মৃত দেহ উদ্ধার করা হয়েছে রেলস্টেশনের মাঝ বরাবর রেললাইন থেকে। এখনো মৃত্যুর আসল কারণ জানা যায় নি, যেটা নিয়ে ধোয়াশা রয়েছে।

আরো পড়ুন: পরিষ্কার আকাশেই দেবীপক্ষের সূ’চ’না, কেমন থা’ক’বে পুজোর দিনগু’লো?

ঠাকুরনগর ও চাদপাড়া রেলস্টেশনের মধ্যবর্তী জায়গা থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। যেটা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে জি আর পি। ২০১৭ সালের টেট পরীক্ষায় সে নাকি মাত্র ১ নম্বরের জন্য উত্তীর্ণ হয় নি সে।

আর এই ১ নম্বর তাকে ইচ্ছা করেই কম দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। যা নিয়ে মামলাও করেছেন তিনি, যেটা বিচারাধীন অবস্থায় রয়েছে। ঠিক এর মধ্যেই তার এই আকস্মিক্মৃত্যু সত্যি অবাক করছে সবাইকে।