সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডায়াবেটিস রোগীর হৃদ’রো’গ থেকে মৃ’ত্যু’র ওষুধের হ’দি’শ পাওয়া গেলো

যারা কিনা দীর্ঘ সময় থেকে ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য এক দারুন খবর। সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত হয়েছে জার্নাল অফ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে। সেই জার্নালে বলা যেতে পারে এক নতুন জাদু মন্ত্রের আবিষ্কার হয়েছে।যারা দীর্ঘ সময়ে থেকে ডায়াবেটিসে ভুগছেন তাদের হার্টঅ্যাটাক বাড়ির জনিত সমস্যা থেকে মুক্ত হওয়ার কিংবা আশঙ্কা কমার এক ওষুধের আবিষ্কার হয়েছে। রক্তে যে বাড়তি শর্করা রয়েছে তা কমাতে সাহায্য করতে পারে এই ওষুধ।

চিকিৎসা মতে যারা কিনা দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস দুই ক্যাটাগরিতে ভুগছেন, তাদের রক্তে শর্করার পরিমাণ অত্যাধিক বেশি।আর সেই কারণেই বারেবারেই তারা হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন হৃদ জনিত সমস্যায় ভুগতে থাকেন। কারণ ধমনিতে মাঝে মাঝেই রক্ত জমাট বেধে যায়। আর সেই কারণেই চিকিৎসকরা জানিয়েছেন রক্তে অত্যাধিক শর্করা কমানোর জন্য প্রধান ওষুধ, ড্যাপাগ্লিফ্লোজিন। এই ওষুধ একেবারে মৃত্যুর মুখ থেকে টেনে নিয়ে আসছে মানুষদের। যারা কিনা ডায়াবেটিস টু রোগে আক্রান্ত, তাদের ওপর এই ওষুধ প্রয়োগ করে দারুন ভাবে সফল হয়েছে চিকিৎসকেরা।

গবেষণা সফল হলেও এখনো ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়নি, এই গবেষণায় যৌথভাবে কাজ করেছে বেকার হার্ট এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট ও মনাশ বিশ্ববিদ্যালয়।তবে বাজারচলতি ডায়াবেটিসের অন্যান্য ওষুধ গুলির উপর এর কেমন প্রভাব পড়বে তা এখনও খতিয়ে দেখেনি গবেষকেরা।