সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ’ভী’র নিম্নচাপ! ভা’রী বৃষ্টির পূর্বাভাস, গতিপথ জা’না’লো আবহাওয়া দ’প্ত’র

আর কিছুদিনের মধ্যেই ডিসেম্বর মাস এসে যাবে। এখনো ঠিকমতো শীতকাল এসে পৌঁছায়নি আমাদের দক্ষিণবঙ্গে। মাঝে মাঝেই দেখা যাচ্ছে নিম্নচাপের ভ্রুকুটি। এর মধ্যেই আরো একবার শুনতে পাওয়া গেল নিম্ন চাপের কথা। ডিসেম্বরের শুরুতে আনদাবান উপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ, যেটি শক্তি বাড়িয়ে ঢুকে যাবে বঙ্গোপসাগরে। আপাতত অন্ধ্র এবং উড়িষ্যা উপকূল হলেও পরবর্তী সময় গতি পরিবর্তন হতে পারে।

আমাদের রাজ্যের উপর দিয়ে বাংলাদেশের যদি নিম্নচাপ প্রভাবিত হয় তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে। আজ কলকাতায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রির কাছাকাছি। রাতে তাপমাত্রা আরও কিছুটা কমে যাচ্ছে, সঙ্গে থাকছে উত্তুরে হাওয়া। ফলে শীতের আমেজ যে শুরু তা বোঝাই যাচ্ছে। আগামী দিন চার দিন এইরকম শুষ্ক আবহাওয়া থাকবে, সঙ্গে থাকবে কুয়াশা দাপট।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে নেমেছে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের দুটি জেলায় ঘন কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে রবিবারের রাতে তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে হালকা শীতের আমেজ এখন থেকে উপভোগ করতে পারবেন সকলে। আজ শনিবার সকালে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত হয়নি কলকাতা অঞ্চলে।

আগামী বেশ কয়েক দিনের তাপমাত্রা ১৫° তলায় নেমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।উত্তর-পূর্ব দিকের প্রবল হাওয়া ইতিমধ্যেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে দক্ষিণ ভারতে। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, নিম্নচাপটি উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলে প্রবেশ করতে পারে। এরপর উড়িষ্যা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। আপাতত আবহাওয়াবিদরা নজর রাখছেন সেদিকে।