সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ল’ঞ্চ হচ্ছে Paytm IPO, কবে থেকে পাবেন বি’নি’য়ো’গে’র সু’যো’গ? জেনে নিন

দেশের ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে PayTM অন্যতম। সূত্রের খবর PayTM ভারতের সবচেয়ে বড় IPO (initial public offering) লঞ্চের পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে, বিজয় শেখর শর্মার PayTM-এর এই IPO এই বছরের অক্টোবরের মধ্যেই আসবে। সংস্থার লক্ষ্য ছিল IPO-র মাধ্যমে চলতি বছরের শেষের দিকে ৩ বিলিয়ন ডলার অর্থসংগ্রহ করা।

এমনই ধারণা করা হয়েছিল যে এই IPO ২০,০০০ কোটি টাকারও বেশি হবে। তবে এখন SEBI-র কাছে IPO আনতে সম্পর্কিত বাধ্যতামূলক নথি (DRHP) জমা দিয়েছে সংস্থা এবং IPO-র আকার সম্পর্কিত জল্পনার অবসান ঘটানো হয়েছে।
SEBI’র কাছে জমা দেওয়া নথিতে বলা হয়েছে , PayTM-এর IPO হবে ১৬৬০০ কোটি টাকা। তবে ব্লুমবার্গের মতে সংস্থাটি IPO থেকে ২১,৮০০ কোটি টাকা জোগাড় করার পরিকল্পনা করেছে, এর আগে এমনটাই জানা গিয়েছিল।

PayTM এর বাজার মূল্য নির্ধারণ এই IPO থেকে ২৫-৩০ বিলিয়ন ডলারে বাড়ানোর লক্ষ্য রয়েছে।PayTM-এর IPO দেশের এখনও পর্যন্ত বৃহত্তম শেয়ারের বাজারে আত্মপ্রকাশ করবে। এর আগে অবশ্য রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া IPOর মাধ্যমে ১৫,০০০কোটি টাকা জোগাড় করেছিল। PayTM-এর বিজয় শেখর শর্মা, সফটব্যাঙ্ক ভিশন ফান্ড এবং আলিবাবারএন্ট গ্রুপের বিনিয়োগ রয়েছে।

PayTM-এর IPOতে ৭৫% শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের (কিউআইবি) জন্য সংরক্ষিত হতে পারে। এতে, অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ সংরক্ষিত রাখা যেতে পারে। নেট অফারের ১৫% বেসরকারী বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হতে পারে এবং ১০% খুচরা বিনিয়োগকারীদের জন্য রাখা যেতে পারে।