সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই দেশগুলোতে ঘু’র’তে গে’লে খাবার খু’ব সাবধানে খে’তে হ’বে, একটু এদিক ওদিক হলেই যে’তে পারেন জেলে

বাঙালি ঘুরতে ভালোবাসে; বিশেষ করে বিদেশ ভ্রমণ করতে গেলে সাধারণত বেশির ভাগ মানুষই সেই জায়গা সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়ে যান। কিন্তু এমন অনেক বিষয় আছে, যেগুলো সম্পর্কে প্রায়ই ভ্রমণকারীরা অবগত নন।

এমন অনেক দেশ আছে, যেখানে আপনি যদি ছোটখাটো বিষয়েও সামান্যতম ভুলচুক করেন, তা হলে সেখানকার সরকার সাজা হিসেবে আপনাকে জেলে পর্যন্ত ঢোকাতে পারে। আপনি যদি বিদেশ ভ্রমণে যান বা যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা হলে যেখানে একটি ছোট্ট ভুল আপনাকে চরমতম সাজা দিতে পারে।

১। নিউজিল্যান্ড: এই দেশে সামনের গাড়িটি সরাতে হলে বা সরতে বলার জন্য আপনাকে হর্ন বাজাতে হবে। এটাই সাধারণ নিয়ম। কিন্তু নিউজিল্যান্ডে আপনি তা করতে পারবেন না। আপনি যদি এটি করেন তা হলে এর অর্থ দাঁড়ায় যে, আপনি অন্য ব্যক্তিকে অপমান করছেন।

২। সিঙ্গাপুর: যখনই আমাদের প্রচণ্ড খিদে পায়, আমরা প্রায়শই ভ্রমণ করার সময় আমাদের খাবারের ব্যাগ বের করে জিনিস খুলে ফেলি, এবং খেতেও শুরু করে দিই যত্রতত্র। এই অভ্যাস অনেকের মতেই সঠিক নয়। কারণ এতে রাস্তাও নোংরা হয়, মানুষেরও সমস্যা হয় এবং খাবারেও পড়তে পারে নোংরা।

আরো খবর: ব্রাজিল হা’র’তেই নিজেকে আ’রো মেলে ধরলেন ক্রোয়েশিয়ার সু’ন্দ’রী মডেল, স্টেডিয়ামে আ’ট’কা’লো পুলিশ

তবে এখানে তা করা নিষিদ্ধ নয়। কিন্তু সিঙ্গাপুরে আপনি প্রকাশ্যে খেতে পারলেও ট্রান্সপোর্টে অর্থাৎ কোথাও ভ্রমণ করাকালীন একেবারেই এ ভাবে খেতে পারবেন না। তা অন্যায় বলেই বিবেচিত হবে।

৩। ফ্রান্স: আপনি নিশ্চয়ই আপনার দেশে অনেক বার মানুষের কাছে টাকা চেয়েছেন। বিপদের মুখোমুখি হলে অনেকেই টাকা চাইতে বাধ্য হন। এ ক্ষেত্রে দুই রকম প্রতিক্রিয়া দেখা যায়। যাকে টাকা ধার দিতে হবে, সে আপনাকে স্বাচ্ছন্দ্যে সাহায্য করবে অথবা যে দিতে চায় না, সে স্বাভাবিক ভাবেই এড়িয়ে যাবে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, ফ্রান্সে এই টাকা চাওয়ার ব্যাপার নিষিদ্ধ। এই দেশে আপনি টাকা কারও কাছে টাকা চাইলে জেল পর্যন্ত হতে পারে।

৪। চিলি: ভারতে হাত দিয়ে খাবার খাওয়া একটি ঐতিহ্য। হাত দিয়ে খাওয়াও এখানে স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। কিন্তু চিলিতে হাত দিয়ে খাবার খেলে তাকে অন্যায় বলেই ধরা হয়।