সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অন্য’ত্র স’রি’য়ে নি’য়ে যাও’য়া হ’তে পা’রে এভা’রেস্ট বেস ক্যা’ম্প!

অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এভারেস্ট বেস ক্যাম্প!

বর্তমান সময়ে হিমবাহ উষ্ণায়ন ও পরিবেশ দূষণের কারণে দ্রুত হারে গলে যাচ্ছে। এটি নিয়ে চিন্তা বাড়াচ্ছে বিজ্ঞানীদের। তাই এভারেস্ট বেস ক্যাম্প অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

নেপাল পর্যটন দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। যে স্থান থেকে মূল পর্বতারোহণ শুরু হয়, তাকে বলে বেস ক্যাম্প। এভারেস্টের শিখরে ওঠার বেস ক্যাম্পটি রয়েছে খুমবু নামক একটি হিমবাহের উপর। উচ্চতা ৫৩৬৪ মিটার।

প্রতি মরসুমে প্রায় ১৫০০ পর্বতারোহী এই হিমবাহের উপর ক্যাম্প করেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিদ্রুত গলে যাচ্ছে এই হিমবাহটি।

তাই নেপালের পর্যটন দফতরের কর্তারা বেস ক্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে করছেন। ফেব্রুয়ারি মাসেই একটি গবেষণায় জানা গিয়েছিল, ২০০০ বছরেরও বেশি প্রাচীন এই হিমাবাহটি এত দ্রুত হারে গলছে যে, ২০৫০ সাল নাগাদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই হিমাবাহটি।

নেপাল প্রশাসন নেচার পত্রিকায় প্রকাশিত এই গবেষণাটি সামনে আসতেই নড়েচড়ে বসে। কিন্তু বেস ক্যাম্পটি সরিয়ে কোন জায়গায় নেওয়া হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়নি।