সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্রাজিল হা’র’তেই নিজেকে আ’রো মেলে ধরলেন ক্রোয়েশিয়ার সু’ন্দ’রী মডেল, স্টেডিয়ামে আ’ট’কা’লো পুলিশ

ক্রোয়েশিয়ার সুপার ফ্যান ইভানা নল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখতে গিয়ে বিপাকে পড়লেন। চলতি বিশ্বকাপে নিয়ম ভঙ্গের জন্য আলোচনায় এসেছিলেন তিনি। তিনি কাতারের একের পর এক নিয়মকে হেলায় উড়িয়ে দিয়েছিলেন। খোলামেলা পোশাক থেকে শুরু করে কাতারের নিয়মের বিরুদ্ধে কথা বলা সবকিছুই ছিল তাঁর তালিকায়।

তাঁর এই মনোভাবের জন্য তিনি ক্রমশ জনপ্রিয়তা পান। যদিও একাধিক নিষেধাজ্ঞা ভাঙায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়নি কাতার প্রশাসন। তবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখতে গিয়ে সমস্য়ায় পড়লেন তিনি। বেশি খোলামেলা পোশাক পরায় তাঁকে বের করে দিতে চাইলেন স্টেডিয়ামে উপস্থিত থাকা দর্শকরা।

শুক্রবার রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন আটকালেন কাতার স্টেডিয়ামের উর্দিধারী নিরাপত্তারক্ষীরা। ইভানার ‘দোষ’ তিনি বেশিই খোলামেলা পোশাক পরে স্টেডিয়ামে হাজির হয়েছেন।

আরো খবর: এশিয়ার সবচেয়ে ব’ড়ো “চোর বাজার”, মাত্র ৫০০ টা’কা’র শপিং করলেই ভ’র্তি হবে ব্যাগ!

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি। এই ম্যাচ দেখতে লাল বিকিনি টপ ও ক্রোয়েশিয়ার পতাকার রংয়ের স্কিনিফিট লেগিংস পরে উপস্থিত ছিলেন ইভানা নল।

সঙ্গে ছিল হাই হিল। কাতারের আইন ও সংষ্কৃতিতে তা নিয়ম বহির্ভূত। প্রথম থেকে তিনি কাতারের পতাকা নিয়ে গ্যালারিতে লাফালাফি করতে থাকেন। নিজের সিট ছেড়ে এগিয়ে এসে তিনি দলকে সমর্থন করতে থাকেন।