সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করলেই মি’ল’তে পা’রে ঝাঁ চকচকে স্কুটি

উচ্চমাধ্যমিকে প্রথম ডিভিশনে পাস করলেই মিলবে স্কুটার। রাজ্য বাজেট পেশ করে এই প্রস্তাব রাখেন অসমের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। তিনি জানান, Pragyan Bharati প্রকল্পে এই স্কুটার দেওয়া হবে।

রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প করা হচ্ছে বলেও জানান। এবারের রাজ্য বাজেটে অসমের রাস্তা, সেতু, নতুন হাসপাতাল নির্মাণে জোর দেওয়া হয়েছে।

সেইসঙ্গে জোর দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রেও । পড়ুয়াদের নানা রকম আর্থিক সাহায্য করা ছাড়াও আরও তিনটি মেডিক্যাল কলেজ স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরো পড়ুন: কোথায় পৌঁ’ছে গিয়েছে প্র’যু’ক্তি! আবিষ্কার হ’লো জন্মনিয়ন্ত্রক গহনা

এই বাজেটে একাধিক কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নত করা হবে বলেও জানানো হয়। অজন্তা নিয়োগ বাজেটে জানান, প্রজ্ঞান ভারতী প্রকল্পে স্নাতকস্তর পর্যন্ত পড়ুয়াদের বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হবে। সেই সঙ্গে দেওয়া হবে পাঠ্যপুস্তকের সহায়িকাও।

কলেজ , বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের, মেডিক্যাল ও পলিটেকনিক কলেজের পড়ুয়াদের জন্যও সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, এই স্তরের পড়ুয়াদের হস্টেলে থাকার জন্য যে খরচ হয় তাতে প্রতি মাসে ২০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।