সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC-র পলিসির স’ঙ্গে PAN কা’র্ড লি’ঙ্ক না করলে পড়বেন স’ম’স্যা’য়! শে’ষ তারিখ জানালো LIC

আপনার কি এলআইসির বীমা রয়েছে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য দারুন গুরুত্বপূর্ণ। যদি আপনার এলআইসির বীমার সাথে প্যান কার্ড লিঙ্ক না থাকে তাহলে শীঘ্রই করে ফেলুন । ইতিমধ্যে জীবন বীমার সংস্থার তরফ থেকে প্যান কার্ড লিঙ্ক এর কথা জানিয়েছে, যার শেষ দিন ২০২৩ সালে ৩১ শে মার্চ।

যারা এখনো বীমার সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের কথা মাথায় রেখেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বিমা সংস্থার তরফ থেকে। লিঙ্ক করার জন্য আপনাকে LIC India-র ওয়েবসাইট-linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANSstatus-এ সাইন ইন করে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।

এল আই সির ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে লগইন করতে হবে এরপরে নির্দিষ্ট পলিসি নাম্বার বসাতে হবে। আপনার প্যান ডেটা সহ ক্যাপচা সমস্ত কিছু দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আরো খবর: এক বারের বি’ষেই ১০০ জন ছবি হ’য়ে যাবে! বিশ্বের সবথেকে বি’ষা’ক্ত সাপের ত’ক’মা পেল এটি

সবকিছু হয়ে যাওয়ার পর আপনার মোবাইল কিংবা কম্পিউটার স্ক্রিনে বিমা ও প্যান কার্ডের অবস্থা দেখাবে ।যদি প্যান কার্ড পলিসির সঙ্গে লিঙ্ক না করা থাকে, সেক্ষেত্রে ‘click here to register your PAN with us’ অপশনে ক্লিক করতে হবে, তারপরেই খুলে যাবে একটি পেজ, আর এখানেই যাবতীয় কিছু প্যান কার্ডের সাথে লিঙ্ক করতে হবে।