সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক বারের বি’ষেই ১০০ জন ছবি হ’য়ে যাবে! বিশ্বের সবথেকে বি’ষা’ক্ত সাপের ত’ক’মা পেল এটি

পৃথিবীতে সরীসৃপের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। যেকোনো জীবের সংখ্যার কোনো নির্দিষ্টতা নেই। বিভিন্ন প্রজাতির সরীসৃপের দেখা মিলছে এখন। তারা কোন ধরনের সেটাও খতিয়ে দেখছে বিজ্ঞানীরা। বিষাক্ত ও অবিষাক্ত সাপের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।

আসলে জানা গিয়েছে ৬০০ টি বিষাক্ত সাপের মধ্যে ২০০ টি সাপ মানুষকে ছোবল মেরে হত্যা করতে পারে। এবার সেই বিষাক্ত সাপের তালিকায় যার নাম সবার উপরে উঠে আসলো সেটি হলো অস্ট্রেলিয়ার ইনল্যান্ড তাইপান।

বিশ্বের সবচেয়ে বেশি বিষাক্ত সাপ হিসেবে একেই বলা হয়ে থাকে, অস্ট্রেলিয়ান মিউজিয়ামের হিসেবে ইনল্যান্ড তাইপানকে বলা হয় হিংস্র সাপ। দারুন হিংস্র ও বিষাক্ত একটি সাপ সূর্য ওঠার আগে থেকেই একেবারে সক্রিয় হয়ে ওঠে সাপটি।

আরো খবর: ভারতের অনেক এ’লা’কা ভূমিকম্প প্রবণ, বাংলার ভ’য় কতটা? তালিকায় আমাদের প্রতিবেশী রাজ্যও

এই সাপের মাথায় একেবারে আয়তক্ষেত্রের মত। মাটির ফাটলে এদের বসবাস, সাপের বিষ বিষাক্ততার LD50 স্কেলে পরিমাপ করা হয়, আর সেই স্কেলে পরিমাপ করেই সব থেকে বেশি বিষাক্ত বলে মনে হয়েছে এই সাপটিকে। মাঝারি মাপের এই সাপ এতটা ভয়ানক দেখে বোঝা মুশকিল।

এই বিষয় নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত পোষণ করেছে। তবে ব্রিস্টল ইউনিভার্সিটির স্কুল অফ কেমিস্ট্রির ওয়েবসাইট অনুসারে,ইনল্যান্ড তাইপান সবচেয়ে মারাত্মক সাপের তালিকার শীর্ষে, কারণ এক ছোবলেই ১০০ জনের মত মানুষ মেরে ফেলতে পারে, এই সাপটি। এক ছোবলে ২ লক্ষ ৫০ হাজার ইঁদুর পর্যন্ত মারা যেতে পারে।