Home বিনোদন কালো কোট পড়ার উপর নি’ষে’ধা’জ্ঞা জা’রি হয়েছিল দেব আনন্দের বি’রু’দ্ধে! কারণটা খুবই...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কালো কোট পড়ার উপর নি’ষে’ধা’জ্ঞা জা’রি হয়েছিল দেব আনন্দের বি’রু’দ্ধে! কারণটা খুবই দুঃ’খজ’ন’ক

বর্তমানে বলিউডে যেখানে আমরা সালমান খান, শাহরুখ খান বা আমির খানের উপর মেয়েরা যেভাবে পাগল, সেরকমই পাগলামি করত মেয়েরা ৬০-৭০ এর দশকে দেব আনন্দকে দেখে। অভিনেতা দেব আনন্দ এতটাই সুদর্শন, ছিলেন যে তাঁর ফ্যানবেস ছিল দেখার মতোন। তার উপর রোমান্টিক সিনেমাতে নায়িকাদের সঙ্গে পর্দায় রোমান্সের ঝড় তুলতে তার জুড়ি মেলা ভার ছিল।

মৃত্যুর এত বছর বাদেও দেব আনন্দকে এখনও মনে রেখেছেন দর্শকরা। ৬০ এর দশকে মহিলাদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। শোনা যায়, তাকে একঝলক দেখার জন্যই নাকি একই সিনেমা বার বার টিকিট কেটে দেখতে যেতেন অনেকেই।এরকম নানা গল্প আছে তাঁর জনপ্রিয়তা নিয়ে। তবে তাঁর কালো কোটের গল্পটি বেশ মর্মাহতও।

এই কালো কোট পড়া তাঁর বারণ অব্দি হয়ে গিয়েছিল এই ঘটনার পর থেকে। যত দূর জানা যায়, একবার একটি ঘটনা ঘটেছিল মুম্বাই শহরে। এক রাস্তায় দেব আনন্দ নাকি কালো কোট পরে যাচ্ছিলেন। মাথা থেকে পা পর্যন্ত কালো মনোটোনে দেব আনন্দকে এতটাই সুন্দর লাগছিল যে মহিলারা চোখ ফেরাতেই পারছিলেন না। আর তখনই ঘটে যায় একটা বড় অঘটন।

আরো খবর: যা’রা অন্যের সংসার ভাঙেন, এমন ধা’ন্দা’বা’জ তারকাকে ঘৃ’ণা ক’রি: প্রীতি জিন্টা

এক মহিলা দেবকে দেখে উঁচু তলার একটি বাড়ি থেকে রাস্তায় ঝাঁপ মেরেছিলেন। সে সময়কার দৈনিক পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছিল। আর এই ঘটনার পর থেকে দেব আনন্দ আর কখনো কালো কোট পড়েন নি। তবে এই কালো কোট পড়া নিয়ে একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে। বিশেষজ্ঞরা বলেন কালো জিনিস খুব সহজেই যে কারও দৃষ্টি আকর্ষণ করতে পারে।

তাই অনেকেই কালো রং খুব পছন্দ করেন। কারন এই রঙের আকর্ষণ ক্ষমতা মারাত্মক। আর এই দুর্ঘটনার পর থেকে দেব আনন্দ কে তাই মুম্বাই প্রশাসনের তরফ থেকেই তার কাছে নাকি কালো পোশাক পরে বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞার নোটিশ পাঠানো হয় বলেও জানা যায়। আর সে কারণেই তাঁকে ভবিষ্যতে কখনো কালো কোট পরে বেরোতে দেখা যায়নি।