সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যখন আমার ১০ বছর বয়স তখন থেকেই কূটনীতিবিদ হওয়ার ই’চ্ছে ছি’লো, বললেন জয়শঙ্কর

মোদি সরকারের আমলে সুষমা স্বরাজের পর বিদেশ মন্ত্রী পদে উত্তীর্ণ হয়েছেন এস জয়শঙ্কর। এর আগে তিনি দীর্ঘদিন ধরে কূটনীতিবিদ হিসেবে কর্মরত ছিলেন।

তবে অন্যান্য পেশা ছেড়ে কেন তিনি কূটনীতিবিদ হিসেবে নিজের কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নিলেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রীকে এই প্রশ্ন করেছিলেন।

তিনি তার কেরিয়ার সম্পর্কে বলতে গিয়ে ছেলেবেলার স্মৃতি ফিরিয়ে আনেন। ভারতের বিদেশ মন্ত্রী বলেছেন তিনি ছেলেবেলা থেকেই কূটনীতিবিদ হতে চাইতেন।

তার কূটনীতিবিদ হওয়ার নেপথ্যে তার অভিভাবকদের ভূমিকা’ রয়েছে বলেও উল্লেখ করেছেন। এছাড়াও আরও দুটি জিনিসের প্রভাব ছিল তার কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে।

আরো পড়ুন: নেহেরু মিউজিয়ামের না’ম পা’ল্টে দিলেন মোদি, আজ উদ্বোধন, জানুন নতুন না’ম

তিনি বলেন বিশ্বের বিভিন্ন দিক নিয়ে আগ্রহ পাওয়ার ক্ষেত্রে সংগীতের প্রতি তার আগ্রহ কাজ করেছে। তিনি বলেন, যখন গান শোনা হয় তখন নিজের থেকে বাইরে বেরিয়ে যাওয়া হয়, কৌতূহল জাগে কোথা থেকে এই সুর এল, কোন ধরনের মানুষ রয়েছে সেখানে! 1959 সালের আমেরিকান অ্যালবাম দ্য হিটমেকার্স শুনতে পছন্দ করেন তিনি।

এই গান তাকে সারা বিশ্ব সম্পর্কে আগ্রহী করে তোলে। এছাড়া গানের পর খাবার তাকে আগ্রহী করে তুলেছে। বিশ্ব সম্পর্কে এই আগ্রহ থাকে কূটনীতিবিদ হিসেবে গড়ে তুলেছে।

বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বাবা রকেফেলার ফেলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি বলেন তাঁর যখন 10 বছর বয়স তখন বাবার ফেলোশিপ পাওয়ার পর তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।

আরো পড়ুন: দেউচা পাচামি প্র’ক’ল্পে’র জ’ট খু’ল’তে উদ্যোগ মমতার, আন্দোলনকারীদের স’ঙ্গে করবেন বৈ’ঠ’ক

সেই সময় তার জীবনে শিক্ষার একটা বড় প্রভাব পড়েছে। বিদেশে কিছু ঘটলে বাড়িতে উত্তেজনায় পরিবেশ তৈরি হতো। সবটাই তার বিদেশ মন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল।