সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শতকোটি প্রণাম, পরীক্ষায় ১০০-তে ৮৯ পে’য়ে ন’জি’র সৃ’ষ্টি করলেন ১০৪ বয়সী ঠাকুমা

শিক্ষা অর্জনের কোনও বয়স হয় না। প্রমাণ করলেন 104 বছর বয়সি এক বৃদ্ধা। কেরলের এক বৃদ্ধা একশো চার বছর বয়সে পরীক্ষা দিয়ে একশোর মধ্যে 89 নম্বর পেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন। ওই বৃদ্ধা শুধু কেরল নয়, রাজ্য তথা গোটা দেশ তথা পৃথিবীর সামনে অনন্য নজির স্থাপন করলেন।

কেরলের ওই বৃদ্ধার নাম কুট্টিয়াম্মা। কেরালার রাজ্য সাক্ষরতা অভিযানের পরীক্ষায় তিনি সকলকে অনুপ্রেরণা যোগালেন। তার এই সাফল্যের কথা টুইট বার্তায় শেয়ার করেছেন রাজ্যের শিক্ষা এবং শ্রমমন্ত্রী বাসুদেবন শিবনকুট্টি। পরীক্ষায় দুর্দান্ত স্কোর করার জন্য রাজ্যের মন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন।

পরীক্ষায় দুর্দান্ত স্কোর করার জন্য আন্তরিক অভিনন্দন জানান তিনি। ছবি : টুইটার (Twitter)

কেরালার সাক্ষরতা অভিযানের প্রসারে নতুন পালক সংযোজন করলেন এই মহিলা। সর্বস্তরে সাক্ষরতায় প্রসারের উদ্দেশ্যে কেরল সরকার নিয়মিত পরীক্ষার আয়োজন করে। স্কুল স্তরের বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন আসে। তেমনই এক পরীক্ষাতে বাজিমাত করলেন 100 বছর উত্তীর্ণ এক মহিলা। কেরলের মানুষদের তথা দেশ তথা বিশ্বের মানুষের মধ্যে সাক্ষরতার প্রসারে অনুপ্রেরণা দিচ্ছেন তিনি।