সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট ফ্লপ LIC IPO, বিনিয়োগকারীদের উধাও ১৫ লক্ষ কোটি টা’কা

LIC-র আইপিও ২মে লঞ্চ হয়েছিল। গত ২ মে আইপিও চালু হওয়ার পরে প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টররাই দেশের বৃহত্তম বিমা সংস্থার শেয়ার কেনার সুযোগ পেয়েছিলেন।

এরপর তা সাধারণ বিনিয়োগকারীদের আওতায় আসে ৪ মে। চালু ছিল ৯ মে পর্যন্ত। সেই শেয়ার পরে ১৭ মে বাজারে আসে। কিন্তু শুরু থেকেই পড়তে থাকে শেয়ারের দাম।

পড়তে পড়তে রবিবার সর্বনিম্ন দরে পৌঁছেছে জীবনবিমার শেয়ারের দর। এদিন এলআইসির শেয়ারের মূল্য ৬৬১ টাকা ৩০ পয়সা।

আরো পড়ুন: জরুরি অবস্থাকে স’ম’র্থ’ন না করায় কিশোর কুমারকে গান গা’ই’তে দেওয়া হয়নি: নরেন্দ্র মোদি

যা থেকে পরিষ্কার, এই নয়া পদক্ষেপ, যাকে বহু বিশেষজ্ঞ ‘এলআইসি ২.০’ তা ইতিমধ্যেই চূড়ান্ত ‘ফ্লপ’। এবছরের আইপিওগুলির মধ্যে সম্পদ ধ্বংসকারী হিসেবে শীর্ষে রয়েছে জীবনবিমার শেয়ার।

যার ধাক্কায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার বাজার থেকে উধাও । ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১৫ লক্ষ কোটি টাকা।