সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীন থেকে API আমদানি ব’ন্ধ করতে চ’লে’ছে ভারত, এবার দেশেই উৎ’পা’দ’ন ক’র’বে কেন্দ্রীয় সরকার

মোদী সরকার চীন থেকে আমদানি বন্ধ করে ভারতেই API তৈরি করবে; এরফলে বাঁচবে দেশের ৩০ হাজার কোটি টাকা। ভারতের ফার্মা মার্কেট বেশ বড়ো এবং দেশের অর্থনীতিকে মজবুত করতে সক্রিয় ভূমিকা পালন করে। ভারত আজও ওষুধ তৈরির কাঁচামাল API এর জন্য চীনের উপর নির্ভরশীল । ভারত প্রায় ৮০% API চীন থেকে আমদানি করে। যার দরুন একদিকে যেমন বড়ো অঙ্কের টাকা গুনতে হয় ভারতকে অন্যদিকে মোটা মুনাফা কমায় চীন। এখন এই কাঁচামাল আমদানি বন্ধ করার উদ্যেশ্যে বড়ো পদক্ষেপ গ্রহণ করেছে মোদী সরকার।

বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (CSIR) সক্রিয় ওষুধের উপাদানগুলির (পিপিআই) জন্য চীনের উপর ভারতের নির্ভরতা বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন ওষুধের মূল উপাদান গঠনের জন্য রাসায়নিক পদ্ধতিতে তৈরি কয়লা ও পেট্রোলিয়াম শিল্পের সঙ্গে কাজ শুরু করেছে। ওষুধ অধিদফতর ‘মেক-ইন-ইন্ডিয়া’ প্রকল্পের জন্য তাদের অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যে ৫৬ টি এপিআই সেন্টার নির্মাণের একটি তালিকা প্রকাশ করেছে।

এর মধ্যে রয়েছে বাল্ক ওষুধ যা অ্যান্টিবায়োটিকস, এইচআইভি প্রতিরোধক ওষুধ এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ তৈরিতে কাজে লাগবে।ফেব্রুয়ারিতে, ভারত সরকার এই পণ্যগুলি উৎপাদনের জন্য (পিএলআই) প্রকল্পের একটি পরিকল্পনাও ঘোষণা করেছে।বর্তমানে, মূল উদ্যোগ এপিআইগুলির ওপরেই রয়েছে যা পরীক্ষাগারে রাসায়নিক প্রক্রিয়াগুলির প্রক্রিয়াগুলির মাধ্যমে উৎপন্ন করা যেতে পারে।যে কারণে মূল ফোকাস পেট্রোলিয়াম এবং কয়লা শিল্পে রয়েছে।