সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ব্যাংক গুলোর চেকবুক বা’তি’ল হয়ে যাবে অক্টোবর মা’সে, আপনিও কি আছেন সেই তালিকায়?

ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের জন্য ব্যাঙ্ক এর তরফ থেকে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। এই দুই ব্যাঙ্কের চেকবই আগামী ১লা অক্টোবর থেকেই অচল হয়ে যাবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পিএনবি তরফ থেকে জানানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা যেন অবিলম্বে ব্যাঙ্কের চেক বই বদলে নেন।।

পিএনবির তরফ থেকে একটি টুইট বার্তায় সতর্ক করে জানানো হয়েছে ওবিসি এবং ইউবিআই-এর পুরনো চেকবই ১ অক্টোবর থেকে আর গ্রহণযোগ্য থাকছে না। তাই পুরনো চেকবইয়ের বদলে নতুন আইএফএসসি এবং এমআইসিআর কোডযুক্ত পিএনবি-র চেকবই সংগ্রহ করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। কিভাবে নতুন চেকবইয়ের জন্য আবেদন করা যেতে পারে তার উল্লেখ করে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, পিএনবি ওয়ান অথবা সরাসরি কলসেন্টারে যোগাযোগ করে চেকবইয়ের জন্য আবেদন করতে পারবেন গ্রাহক। যদি ব্যাঙ্কের তরফ থেকে কোনো রূপ সহায়তা প্রয়োজন থাকে তার জন্য ১৮০০-১৮০-২২২২ এই টোল-ফ্রি নম্বরে গ্রাহকরা ফোন করতে পরামর্শ দেওয়া হয়েছে। ২০২০ সালের এপ্রিল মাসে পিএনবি-র সঙ্গে মার্জ হয়ে গিয়েছে ওবিসি এবং ইউবিআই।

পিএনবির পাশাপাশি এলাহাবাদ ব্যাঙ্কও তাদের গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে ১লা অক্টোবর থেকে পুরনো চেকবই আর গ্রহণযোগ্য থাকছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী ব্যাংকের শাখা থেকে নতুন চেক বই সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গ্রাহকেরা চাইলে ইন্টারেনট এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও নতুন চেকবইয়ের আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।