সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মু’হূ’র্তে যদি লোকসভা ভোট হয় তাহলে বিজেপি জি’ত’বে না মমতার স্বপ্ন সা’র্থ’ক হ’বে?

লোকসভা ভোটের এখনো এক বছর দেরি রয়েছে, তবে লোকসভা ভোট যদি এখনই করা হয় তাহলে একটি সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ফের বিজেপি। তাহলে বুঝাই যাচ্ছে হ্যাটট্রিক করতে চলেছে মোদি সরকার।ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই কথাই বলা হয়েছে।

তারা মোট ১৪০,৯১৭ জনের ওপরে সমীক্ষা চালিয়েছিল, আর সেখান থেকেই এই উত্তর উঠে এসেছে।তবে সমীক্ষা অনুযায়ী মোদি সরকার ফের ক্ষমতায় আসলেও, সরকারের বিভিন্ন ভালো-মন্দ উঠে এসেছে এই সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী বিজেপি জিতবে মোট ২৮৪ টি আসনে।

যেখানে ম্যাজিক ফিগার হলো ২৭২ টি আসন। সেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে চলেছে, তবে ২০১৯ সালে ৩০৩ টি আসনে জিতেছিল বিজেপি। সমীক্ষা অনুযায়ী মনে করা হচ্ছে দেশ এখনো দ্বিমুখী লড়াই লড়ছে, বিজেপির বিরোধী প্রধান দল হিসেবে কংগ্রেসকেই দেখছে মানুষ।

আরো খবর: কখনো ভা’ব’তে পারিনি যে ছেলের সামনে গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলবো, টেনিসকে বি’দা’য় জানালেন সানিয়া

তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ফন্টের যে স্বপ্ন রয়েছে তার উপরে মানুষ এখনই আস্থা রাখতে পারছে না। ২০২২সালে আগস্টে ৩৭% মানুষ মোদীর বিরুদ্ধে কথা বলেছে কিন্তু এবার দেখা যাচ্ছে সেটা কমে দাঁড়িয়েছে ১৮% । এখন যদি প্রশ্ন করা হয় মোদির আসল সাফল্য কি?

তাহলে প্রথমেই দুটি বিষয়ে উঠে আসবে একটি হলো করোনা মহামারীর সময় দেশকে দারুণভাবে সামলেছেন তিনি, আর এই নিয়ে একমত হয়েছেন ২০% মানুষ , আবার এদিকে ১৪% মানুষ বলেছে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারার রদ করাটাই হল মোদীর আসল সাফল্য। তবে আবার ১২% মানুষ জানিয়েছে রামমন্দির গড়ে তোলাটাই মোদীর আসল সাফল্য।।