সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনে করে কিভাবে বাইক উ’ঠি’য়ে নিয়ে যাবেন? রেলের স’হ’জ নি’য়’ম জেনে নিন

আজকাল নিজের জায়গা থেকে দূরে থাকার অনেক কারণ থাকতে পারে, কখনো চাকুরী ক্ষেত্রে কখনো পড়াশুনোর প্রয়োজনে, যারা নিজের জায়গা থেকে অন্য জায়গায় কিছু বছরের জন্য যান তাদের ক্ষেত্রে সেখানে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে অনেকেরই সমস্যার সম্মুখীন হতে পারেন।

অনেকের বাইক স্কুটি থাকা সত্বেও তারা যে দিকে যান সেখানে নিয়ে যেতে পারেন না কিন্তু অনেকেই জানেন না যে তারা যদি চান তবে তারা স্কুটি এবং বাইক রেল এর মাধ্যমে নিজের কাছে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে এই ব্যবস্থা করা যায়? এই প্রতিবেদনের সেই সম্পর্কে আমরা আলোচনা করব।

ট্রেন মাধ্যমে আমরা পার্সেল অথবা ল্যাগেজ খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, সাধারণত ল্যাগেজের ক্ষেত্রে যাত্রীদের যায়, কিন্তু অন্যদিকে পার্সেল হলে সেটি রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়, সেই জিনিস গুলো যাত্রীদের সঙ্গে নয় রেলের সাহায্য যাবে বাইক এবং স্কুটি পার্সেল এর মাধ্যমেই ট্রেনে করে নিয়ে যাওয়া সম্ভব।

আরো পড়ুন: মিষ্টি না খাইয়ে দেওয়ায় বি’য়ে’র মণ্ডপেই ক’ষি’য়ে চ’ড় বরের, হতভম্ব হ’য়ে গেলেন নতুন বউ, ভাইরাল ভিডিও

এর জন্য যেকোনো যাত্রীকে আগে রেল স্টেশনে যেতে হবে এবং সেখানে পার্সেল কাউন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে,রেলের তরফ থেকে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। স্কুটি যদি পার্সেল করা হয় তবে সে ক্ষেত্রে কিছু ডকুমেন্ট দরকার হতে পারে ডকুমেন্টস জেরক্স এবং তার অরিজিনাল কপি ও প্রয়োজন হলে দিতে হতে পারে ।

বাইক বা স্কুটির পাম্পে তেল খালি করে পাঠানো ভালো। যদি পার্সেল করতে হয় তাহলে আগে অবশ্যই বুকিং করতে হবে পার্সেল কাউন্টারে, যদি পার্সেল নিয়ে যাওয়ার বুকিং ফুল হয়ে যায় তবে সে ক্ষেত্রে আর বুকিং করা যাবে না।

কোন জিনিস পার্সেল করার ক্ষেত্রে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইন্সুরেন্স পেপার থাকা প্রয়োজন ।আধার কার্ড থাকা অত্যন্ত প্রয়োজন। তবে বলে রাখা প্রয়োজন যদি বাইক অথবা স্কুটিতে পেট্রোল থাকে এবং সেটা যদি ধরা পড়ে তবে সেক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা দিতে হতেও পারে।

কোন বাইক যদি ৫০০ কিমি দূরে যায় তাহলে সে ক্ষেত্রে চার্জ নিতে হবে ১২০০ টাকা অন্যদিকে বাইক প্যাকিং এর ক্ষেত্রে ৩০০ থেকে ৫০০ টাকা আর এক্সট্রা চার্জ যাবে।