সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকদায় একই পরিবারের তিন বোন বে’পা’ত্তা, অ’প’হ’র’ণ না নি’খোঁ’জ? ত’দ’ন্ত শুরু পুলিশের

একই পরিবার থেকে নিখোজ তিনবোন, তাও একবারে নয় ধাপে ধাপে। দারুণদুশ্চিন্তা গ্রস্ত পরিবারের সদস্যরা। তাহলে কি এটা নিখোজ হয়ে যাওয়া না অপহরণের শিকার তিন মেয়ে। খবর এতদিন চাপা থাকলেও প্রকাশ পেতেই দারুণভাবে শোরগোল পরে গেছে সর্বত্র। কিভাবে তারা এই ভাবে নিখোজ হয়ে যেতে পারে? এই নিয়েই পুলিশের দ্বারস্থ পরিবার। তিনজনেই স্কুলের ছাত্রী। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলায়।

গত ২ জানুয়ারী থেকেই শুরু হয়েছে এই ঘটনা, বাড়ির বড় মেয়ে বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়িতে ফেরে নি। দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে, একটু আসি বলেই সে বাড়ি থেকে বেড়িয়ে গেছে। ঠিক দুইদিন পরে ৪ ঠা জানুয়ারি ছোট দুই বোন বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়িতে ফেরে নি। দিন পেরিয়ে রাত তাও দেখা নেই কোনও বোনের।

৫ ই জানুয়ারীতে চাকদহ থানায় নিখোজ ডাইরি করা হয়। বাড়ির এই ভাবে তিন মেয়ের নিখোজ হয়ে যাওয়া নিয়ে দারুণ ভাবে শোর গোল পরে যায় নদিয়ার চাকদহ থানার দুধকুমার এলাকায়। বড় বোন দ্বাদশ শ্রেনীতে বাকি দুই বোন নবম ও দশম শ্রেনীর ছাত্রী। ইতিমধ্যেই সন্ধান চালাচ্ছে পুলিশ। এই নিয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়, ব্যাঙ্কে কে ওয়াই সি জমা দেওয়ার নাম করে বাড়ি থেকে পালায় দুই মেয়ে। বড় মেয়েও পালিয়েছে এমনটা মনে করা হচ্ছে, কারণ তার মোবাইল বন্ধ। মনে করা হচ্ছে তিনজন একত্রেই আছে। এটা কোনও ধরনের অপহরণের ঘটনা নয়। এমনটাই জানাচ্ছে পুলিশ।