সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দোল পূর্ণিমার দিন সোনা ও রুপোর দা’ম কতটা ওঠানামা করলো? জানুন আজকের দ’র

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেবে বিশ্বের সোনা উৎপাদকদের তালিকায় শীর্ষে চিন।আমাদের দেশ ভারত এই তালিকার রয়েছে অনেকটাই নিচে।অন্যদিকে আমাদের দেশ চাহিদায় বিশ্বে দ্বিতীয়।এত বিপুল চাহিদার কারণে সোনার দাম কখনোই একেবারে পড়ে যায় না।অনুষ্ঠান থেকে শুরু করে নিজের প্রিয়জনকে উপহার দেওয়া,কোনো কিছুতেই সোনার বিকল্প নেই।

সোনার দাম কখনও স্থির থাকে না।প্রতিদিন এমনকি কয়েক ঘন্টার ব্যবধানে দাম পরিবর্তন হয়।মূলত দৈনন্দিন দামের হেরফের নির্ভর করে ওইদিন সোনার উৎপাদন ও চাহিদার ওপর।অন্যদিকে মুদ্রা স্ফীতিও ঊর্ধ্বমুখী সোনার দামের একটি কারণ।

বেশ কয়েকদিন ধরেই সোনার দাম একটু বেশিই ওঠানামা করছে।পর পর কয়েকদিন দাম কমলেও হঠাৎই বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। তারপর আবার কিছুটা কমে ছিল। কিন্তু বিয়ের মরশুম শুরু হওয়ার আগে সোনার মূল্য বৃদ্ধি মধ্যবৃত্তর পকেটে কোপ দিয়েছে।

আরো খবর: হোলিতে ব্যা’প’ক বাড়লো চিকেনের দা’ম, মাং’স কিনতে গিয়ে মা’থা’য় হাত মধ্যবিত্তদের

গতকালের তুলনায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম। একধাক্কায় আবারও ৫০ হাজারের গন্ডি পেরিয়ে গেল ২২ ক্যারেট সোনার দাম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের মূল্য ৫১,৮৫০টাকা, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৫৬,৫৫০ টাকা। কলকাতায় ১ কেজি রূপোর আজকের মূল্য প্রায় ৬৭,০০০ টাকা। ফলে মধ্যবৃত্তের মাথায় হাত পড়েছে।