সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোলিতে ব্যা’প’ক বাড়লো চিকেনের দা’ম, মাং’স কিনতে গিয়ে মা’থা’য় হাত মধ্যবিত্তদের

আজ মঙ্গলবার রাজ্যে পালিত হচ্ছে দোল আর সেই উদ্দেশ্যেই একেবারে চারিদিকে রঙের মেলা। উৎসবের দিনে একটু ভালো-মন্দ খাওয়ার তো বাঙালির সবসময়ই প্রিয় । তাই আজ সকাল থেকেই মাংসের দোকানে লম্বা লাইন, মটন চিকেন দুই ধরনের মাংস বিক্রি আজ বেড়েছে অনেকটাই।

আর এই সুযোগেই মাংসের দাম বেড়েছে অনেকটা, বিশেষ করে দেখা গেছে এই দাম বৃদ্ধি হওয়া সত্ত্বেও মানুষের মাংস কিনতে কোনো দ্বিধাই নেই। শুধুই কি মাংস? মাছের বাজারেও ভিড় উপচে পড়ছে একেবারে। আজ সমস্ত সরকারি অফিস বন্ধ থাকায় মাছ সবজি কেনার ঢল।

কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে মাংস একেবারে সবার উপরে। শহর কলকাতায় চিকেন বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি দরে। অন্যান্য জায়গায় মাংসের দাম কিছুটা কম হলেও ২২০ থেকে ২৩০ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে।

আরো খবর: সন্তানরা কেউ দেখাশোনা ক’রে না! রা’গে-অভিমানে কোটি টা’কা’র সম্পত্তি যোগী সরকারের না’মে লিখে দিলেন বৃদ্ধ

আর সেই কারণেই আমজনতার পকেট ফাঁকা হচ্ছে খুব তাড়াতাড়ি। এরপর যদি পাঁঠার মাংসের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে সেখানে যেন আগুন লেগেছে। কারণ ৮০০ টাকার কাছাকাছি পাঁঠার মাংস।

মাংসের পর এবার মাছ সেখানেও এক প্রকার উত্তাপ, কারণ কাতলা মাছ ৩৫০ টাকা কেজি, ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রুই মাছ। পাবদা , পমফ্রেট ৪০০ টাকা কেজি। সস্তার মাছের মধ্যে রয়েছে চারা পোনা ,লোটে মাছ।