সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গঙ্গার জ’লে ভা’স’ছে রহস্যময় পাথর! ডু’বি’য়ে দিলেও ভেসে উঠছে

পাথর এমন একটা ভারী বস্তু যেটা জলে নিক্ষেপ করলে সাথে সাথে নিমেষের মধ্যে জলের নিচে ডুবে যাবে, কিন্তু শ্রীরামপুরের রায়ঘাটের অঞ্চলে এমন একটি পাথর সংক্রান্ত ঘটনা ঘটলো যেটা রামায়ণের গল্পকে মনে করিয়ে দিল।

শুক্রবার একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হল শ্রীরামপুরের রায়গর অঞ্চলের বাসিন্দারা হঠাৎ করে একটা পাথর ভাসছে যা দেখে একেবারে হতবাক হয়ে যাওয়ার মত অবস্থা সকলের।

জানা যায় যে শুক্রবার রায়ঘাটের গঙ্গাস্নানের যায় স্থানীয় দুই বালক তারা দেখতে পায় জলের মধ্যে একটা পাথর ভাসছে এরকম একটি অদ্ভুত কান্ড দেখে তারা সবাইকে এই বিষয়টি সম্পর্কে জানায় এবং এই অদ্ভুত অলৌকিক ঘটনা দেখার জন্য গঙ্গার ধারে এসে স্থানীয় এলাকাবাসীরা।

আরো পড়ুন: SSC কা’ণ্ডে নাম জড়ালেও রো’গী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ আধিকারী

খবর সূত্রে জানা গেছে সকালবেলায় দুই বালক গঙ্গার ধারে নিজেদের মতো খেলায় মত্ত ছিল, বেশ কয়েকজন দেখতে পান যে দূরে দুটো বড় বড় পাথর ভাসছে তারা সেগুলোকে বারবার জলের মধ্যে ডুবিয়ে দিতে চাইছিল কিন্তু যতবারই সে গুলোকে জলের মধ্যে ডোবানোর চেষ্টা করা হচ্ছিল ততোবারই সেটা ঠেলে উপরে ভেসে উঠছিল।

এই ধরনের অলৌকিক ঘটনা দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিলেন গঙ্গার ঘাটের সামনে, তবে অন্যদিকে এই ধরনের ঘটনাকে একবারে অলৌকিক বলে মানতে রাজি নন পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের সদস্য চন্দন দেবনাথ।

তার মতে, পাথর কখনোই জলের ওপর ভাসতে পারে না। তবে অনেক সময় দেখা ভারী বস্তু জলের ওপরে ভাসতে পারে, যেমন জাহাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে হয়তো থার্মোকলের ওপরে পাথরের মতো রং করে সেটিকে আকার দেওয়া হয়েছিল এবং যেটাই গঙ্গার স্রোতে ভেসে ভেসে বেড়াচ্ছে।