সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বারমুডা ট্রায়াঙ্গেলে কেন জাহাজ-বিমান হারিয়ে যা’য়? র’হ’স্যে’র সমাধান করলেন বিজ্ঞানীরা

গত এক বছরে 75 টি বিমান এবং সেখানে উপস্থিত এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে বিশ্বের রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেলে। মনে করা হয় এখানে রয়েছে এক অদৃশ্য শক্তি যা জাহাজ বিমান নিশ্চিহ্ন করে ফেলে।

এর উপর দিয়ে যাওয়ার একটি বিমান বা জাহাজ আজ পর্যন্ত ফিরে আসেনি। সম্প্রতি সেই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সমাধান করার দাবি তুললেন অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী।

বিজ্ঞানী দাবি করেছেন এখানে এলিয়েন ঘাঁটি বা হারানো শহর অ্যাটলান্টিস সম্পর্কিত যে তথ্য উঠেছিল আদতে তার কোনো অস্তিত্ব নেই।

আরো পড়ুন: চীনের আকাশ হটাৎ করেই গাঢ় লাল হ’য়ে গে’লো, দেখুন ভিডিও

তার দাবি এখানে যে বিপুল সংখ্যক জাহাজ এবং প্লেন নিখোঁজ হয়ে গিয়েছে তার পেছনে মানবিক ত্রুটি এবং খারাপ আবহাওয়াই দায়ী। ডেভিলস ট্রায়াঙ্গেল নামে খ্যাত এই স্থান ঘিরে যে কল্পকাহিনীর হয়েছে আদতে তার কোনো অস্তিত্ব নেই।

এই জায়গাটিকে কেন্দ্র করে সাধারণের মনে কৌতূহলের শেষ নেই। এখানে প্রায়ই নানা রকমের দুর্ঘটনা ঘটে। সমুদ্রের মধ্যে থাকা সাত লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই এলাকাতে যানজট অত্যন্ত বেশি।

পাইলটের ভুলের কারণে এখানে পাঁচটি বিমান ডুবে গিয়েছে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার ওই বিজ্ঞানী। গভীর জলের মধ্যে জাহাজ এবং বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া এককথায় অসম্ভব, তাই এখানে দুর্ঘটনার কবলে পড়া বিমান-জাহাজ কিংবা মানুষের খোঁজ মেলে না।