সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিনিয়র সিটিজেনদের জন্য ভা’লো খবর, অতিরিক্ত সুদ দি’চ্ছে এই ব্যাংকগুলো

একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD)-এর উপর সুদের হার বৃদ্ধি করল। দেশে বাড়ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। সামাল দিতে রেপো রেট বৃদ্ধি করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একাধিক ব্যাঙ্ক এরপর ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করেছে। যার ফলে এই সমস্ত ব্যাঙ্কের গ্রাহকেরা বেশ খুশি।

১। উৎকর্ষ স্মল ফাইনান্স ব্যাঙ্ক:- এই ব্যাঙ্কের সুদের হার 7.70%। এটি 700 থেকে 1000 দিনের জন্য। এটি এই ব্যাঙ্কের সর্বোচ্চ সুদ প্রদানকারী স্কিম। এই স্কিম ছাড়া আরও নানা স্কিম রয়েছে। যেমন 7.40%। এটি 365 দিন থেকে 799 দিনের জন্য সুদ প্রদান করে থাকে।

২। সুর্যোদয় স্মল ফাইনান্স ব্যাঙ্ক:- এই ব্যাঙ্ক 999 দিনের জন্য সুদের হার 7.9%। এছাড়া এই ব্যাঙ্ক 7.50% হারেও সুদ দিয়ে থাকে।

৩। উজ্জ্বীবন স্মল ফাইনান্স ব্যাঙ্ক:- এই ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য বিভিন্ন রকম হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। সুদের হার 7.30, 7.70 এবং 7.80%। এই তিনটি 18-24 মাস এবং 24 মাস থেকে 789 দিন পর্যন্ত পাওয়া যায় এই বিভিন্ন স্কিম।