সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজেদের জায়গা ধ’রে রাখতে পারলেন না আদানি-আম্বানি, ক্ষ’তি’র কা’র’ণে সম্পদ ক’মে’ছে অনেকটাই

ভারতের দুই ধনকুবের গৌতম আদানী ও মুকেশ আম্বানীর গত মঙ্গলবার কোনোভাবেই একটি ভালো দিন ছিল না। কারণ একটাই তারা সেদিন দারুণ ক্ষতির মুখে পরে নিজেদের জায়গা কিছুটা হলেও খুইয়েছে।

জানা যাচ্ছে তারা ব্লুমবার্গ বিলিয়েনার ইনডেক্সের তালিকায় যে যে স্থানে ছিল তারা এক এক ধাপ করে পিছিয়ে গিয়েছে। মুকেশ আম্বানী ছিল নবম স্থানে সেটা পিছিয়ে তিনি দশম স্থানে ও গৌতম আদানি পঞ্চম স্থানের বদলে ষষ্ঠ স্থানে এসে দাঁড়িয়েছে।

ব্লুমবার্গের তরফ থেকে জানা গেছে, আসলে গৌতম আদানী তাঁর ৫২৭ মিলিয়ন ডলার কমেছে যার কারণেই তিনি পঞ্চম থেকে ষষ্ঠস্থানে এসেছে। এখন তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১০৮ বিলিয়ন ডলার।

আরো পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের টা’কা না ঢোকায় খোঁ’জ নিতেই বে’র হয়ে গেলো দু’র্নী’তি, ধরলেন তৃণমূল কর্মীই

মুকেশ আম্বানির ক্ষতি হয়েছে ১.১৫ বিলিয়ন ডলার। যার কারণে নবম থেকে তিনি দশম স্থানে নেমে এসেছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৯.৫ বিলিয়ন ডলার।

যদি আদানি গ্রুপের কথা বলা যায় তাহলে দেখা যাবে, আদানি পোর্টসের শেয়ার ৩.৭৪ শতাংশ, আদানি পাওয়ারের শেয়ার ৩.৯০ শতাংশ এবং আদানি ট্রান্সমিশনের শেয়ার ৫.৬৩ শতাংশ , আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২.৪২ শতাংশ, আদানি উইলমারের শেয়ার ১.০৫ শতাংশ কমে গেছে।

এদিকে যদি ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকা দেখায আয়, সেখানে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে পড়েছে দুজনে। গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ কমেছে ৪.৫৭%।এদিকে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ কমেছে ২.২২%।