সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লক্ষ্মীর ভান্ডারের টা’কা না ঢোকায় খোঁ’জ নিতেই বে’র হয়ে গেলো দু’র্নী’তি, ধরলেন তৃণমূল কর্মীই

মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প লক্ষী ভান্ডার, যা নিয়ে সামনে এসেছে এক নতুন বিভ্রান্তিকর পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। সেখানে এক তৃণমূল কর্মী প্রতিবন্ধী মহিলা নিজেই জানিয়েছেন লক্ষী ভান্ডার নিয়ে দারুণ কারচুপি হচ্ছে।

তাঁর একাউন্টে টাকা না ঢোকায় সে খোজ করতে যায় বিডিওর কাছে। আর সেখানেই বেড়িয়ে আসে এক আসল সত্যি। লক্ষীভান্ডারের বরাদ্দ টাকা তাঁর একাউন্টে না ঢুকে সেই টাকা ঢুকে যায় অন্যের একাউন্টে।

এই নিয়েই দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে। কিন্তু এই কথা তৃণমূলের অন্যান্যরা কর্মী মানতে নারাজ। মহিলা এই অবস্থার পর সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। সেখানে তিনি সমস্তটা খুলে বলেন। কিন্তু এই কথা শুনে তৃণমূল উপ প্রধান মহিলাকে মানসিক বিকৃত বলে অবিহিত করেছেন।

আরো পড়ুন: ছবি তোলার জন্য বি’য়ে’র দিন একে অপরের গা’য়ে আগুন দিলেন দম্পতি, ভিডিও ভাইরাল

দুয়ারে সরকার প্রকল্পের দ্বারা সেই মহিলা লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করেন। কিন্তু এর পর থেকে তেমন কোনো খোজ খবর পাওয়া যায় না। কিন্তু টাকা ঢোকার ম্যাসেজ মোবাইলে ঢোকে কিনা সেই খোজ নেয় তাঁর মেয়ে।

কিন্তু অন্যরা টাকা পেলেও তাঁর একাউন্টে কোনো টাকাই ঢোকে না। মনমরা হয়ে সে বিডিওর কাছে যায়, আর সেখানে গিয়েই জানতে পারে তাঁর টাকা ঢুকছে অন্যের একাউন্টে।

স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান তিনি, সে এই অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে ঘোরাফেরা করলেও কেউই তাঁর সাহায্য করে না।

এই কান্ড নিয়ে জয়ন্তী দেবনাথ জানায়, আমি বিডিও অফিসে গিয়ে এই ব্যাপার জানতে পারি যে আমার টাকা অন্যের একাউন্টে ঢুকছে। আমার গ্রামীণ ব্যাঙ্কের একাউন্ট কিন্তু যে টাকা পাচ্ছে তাঁর স্টেট ব্যাঙ্কের একাউন্ট।

আরো পড়ুন: SSC দু’র্নী’তি’তে নাম জড়ানোয় মুঘল-পাঠান প্রসঙ্গ টে’নে আনলেন পার্থ চট্টোপাধ্যায়

আমি তৃণমূল কর্মী, মমতা ব্যানার্জী এতোকিছু করছে কিন্তু আমরা পঞ্চায়েত ও কিছু নেতাদের জন্য আমরা লক্ষীভান্ডার পাচ্ছি না। এতে এক বিশাল দুর্নীতি রয়েছে।

শুধু আমরা নই এই গ্রামের অনেকেই দুর্নীতির স্বীকার হয়েছে।তারাও টাকা পাচ্ছে না। কিন্তু এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে পঞ্চায়েত প্রধানেরা এমনকি মহিলাকে মানসিক ভারসম্য হীন বলেও অভিহিত করেছেন।