সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্তানরা কেউ দেখাশোনা ক’রে না! রা’গে-অভিমানে কোটি টা’কা’র সম্পত্তি যোগী সরকারের না’মে লিখে দিলেন বৃদ্ধ

চরম মানসিক ভোগান্তিতে দিন কাটছে উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরের বাসিন্দা নাথু সিংয়ের।তার করুণ কাহিনি অনেকের মনকেই আঘাত করছে। জীবনের অন্তিম লগ্নে প্রবল একাকীত্ব রোজ নতুন করে যেন জাঁকিয়ে বসছে তাকে।গ্রামের এক বৃদ্ধাশ্রমের কোনেই পড়ে থাকেন তিনি।

৮৫ বছর বয়সী নাথু সিং অনেক আগেই তার মরণোত্তর দেহ দান করেছেন এক স্থানীয় মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে।এবার নিজের সমস্ত সম্পত্তিও দান করে দিলেন যোগী সরকারের কাছে।তার রয়েছে একটি বাড়ি এবং মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১.৫ কোটি টাকা।

তার চার মেয়ে এবং একটি ছেলে।স্ত্রী প্রয়াত হয়েছেন অনেকদিন আগেই। ছেলে সাহারানপুরের এক স্থানীয় স্কুলের শিক্ষক এবং চার মেয়ের সকলেই বিবাহিতা।তবুও আজ তিনি একা।তাকে দেখার কেউ নেই।

আরো খবর: মা’তৃ’গ’র্ভ থেকেই শিশুরা সংস্কৃতি ও মূল্যবোধ শিখুক! অ’ন্তঃস’ত্ত্বাদের রামায়ণ-গীতা পড়ার কথা বললো RSS

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে নাথু সিং নিজের দুঃখ ভাগ করে নিয়েছে।তিনি জানিয়েছেন – ” পরিবারের কেউ আমার সঙ্গে দেখা করে না।এই বয়সে আমি আমার ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকার কথা। তবে তাঁরা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না।

আর সেই কারণেই আমি ঠিক করে নিয়েছি আমার সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে।’ তিনি ‘উইল’ করে তাঁর সম্পত্তি দান করেছেন রাজ্যের সরকারকে।তার দাবি যাতে মৃত্যুর পর তার সম্পত্তির টাকায় সেখানে যেনো কোনও স্কুল বা হাসপাতাল গড়ে তোলা হয়।