সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে ক’ত সংখ্যক মানুষ মোটরসাইকেল চালান? জেনে নিন

ভারতে চার চাকার বদলে দু চাকার মোটরসাইকেল সবথেকে বেশি চলতে দেখা যায়। গাড়ির থেকে অনেক কম খরচে দুচাকার গাড়ি চালানো সম্ভব। দেশের বিপুল সংখ্যক মানুষ স্কুটার এবং মোটরসাইকেল ব্যবহার করছেন।

2019 থেকে 2021 সাল জাতীয় পারিবারিক স্বাস্থ্য সার্ভে থেকে জানা গিয়েছে দেশের প্রায় 49.67 শতাংশ পরিবারের কাছে মোটরসাইকেল রয়েছে। পরিবার পিছু মোটরসাইকেলের সংখ্যার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে গোয়া।

এখানে 86.7 শতাংশ পরিবারে মোটরসাইকেল রয়েছে। অন্যদিকে তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। এখানে 75.6 শতাংশ পরিবারের কাছে একটি করে মোটরসাইকেল আছে। মোটরসাইকেলের মালিকানার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান।

আরো পড়ুন: কিয়েভে ফে’র খু’ল’ছে ভারতীয় দূতাবাস, নির্দেশিকা জা’রি করলো বিদেশ মন্ত্রক

রাজস্থানের 66.4 শতাংশ পরিবারের কাছে মোটরসাইকেল রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে 63.9 শতাংশ পরিবারের কাছে একটি মোটরসাইকেল রয়েছে।

এই তালিকাতে পশ্চিমবঙ্গের স্থান অনেকটা নিচে। গোটা দেশে 49.7 শতাংশ পরিবারের কাছে মোটরসাইকেল থাকলেও পশ্চিমবঙ্গে 28.5 শতাংশ পরিবারের কাছে অন্তত একটি মোটরসাইকেল রয়েছে।

2018 সালের সমীক্ষা অনুসারে 37.7 শতাংশ পরিবারের কাছে একটি মোটরসাইকেল ছিল। 2021 সালে সংখ্যাটা বেড়েছে। গোয়া, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্রিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা রাজ্যে 50 শতাংশের বেশি পরিবারের কাছে মোটরসাইকেল, স্কুটার রয়েছে।