সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উড়তে উড়তেই মাটিতে আ’ছ’ড়ে প’ড়’লো কয়েকশো পাখি! মুহূর্তেই মৃ’ত্যু, রইলো ভিডিও

এমন অনেক পাখি রয়েছে, যারা কিনা ঝাঁক বেঁধে উড়তে ভালোবাসে। সম্প্রতি এক ঝাঁক পাখি উড়তে উড়তে হঠাৎ নেমে আসে তারা মাটিতে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে কালো রঙের এক ঝাঁক পাখি হঠাৎ করেই মেঘের মতো নেমে আসে মাটিতে। বেশিক্ষণ নয়, হঠাৎ করে উধাও সবাই।কিন্তু তার কিছুক্ষণ পরেই লক্ষ্য করা যায় মাটিতে পড়ে রয়েছে কয়েকশো মৃত পাখি।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। পাখির মৃত্যু দেখে মানুষ সাধারণত অবাক হয় না, কিন্তু এই পাখির মৃত্যু মর্মান্তিক। একবারে কয়েকশো পাখির মৃত্যু সত্যিই অবাক করছে সবাইকে। কারণ সেখানে দেখা যায় মাটিতে নেমে এসে পাখিরা ছটফট করছে।

সেই ছটফট করতে করতে তাদের নিথর দেহ পরে থাকছে সেখানেই।  এত পাখির একবার এর মৃত্যুতে এলাকায় দারুন রহস্য ঘনীভূত হয়েছে। কারণ ইতিমধ্যে এখনো কোন উত্তর খুঁজে পাওয়া যায়নি।তবে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন মত রয়েছে এই ঘটনা নিয়ে।

আরো পড়ুন: সিবিআই দ’প্ত’রে সাংসদ দেব, শুরু হ’লো জিজ্ঞাসাবাদ

একজন পরিবেশবিদ রিচার্ড ব্রাউটন জানিয়েছেন, হয়তো কোনো বড় শিকারি পাখি এই পাখির ঝাঁক টিকে তাড়া করেছিল। আর সেই তাড়া খেয়ে মাটিতে নেমে আসে তারা। কিন্তু নামার আগে হয়তো বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে দারুণভাবে আহত হয় সকলে।

আর সেই থেকেই মৃত্যু হয় বহু সংখ্যক পাখির। তবে ৫ জিকে ভুললে একেবারেই চলবে না।অনেকেই মনে করছে এই কারণে মৃত্যু হয়েছে বাকিদের। আবার একজন বলছে আশেপাশের দূষণের কারণে মৃত্যু হয়েছে বাকিগুলোর। কিন্তু আসল কারণ যে কি তা এখনও জানা সম্ভব হয় নি।