সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবশেষে DA বাড়ালো রাজ্য সরকার, কত শতাংশ বাড়লো জানুন বিশদে

কেন্দ্র সরকার ৪৩ শতাংশ হারে ঘোষণা করেছে মহার্ঘ ভাতা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ কোথাও ৩০% আবার কোথাও ৩৬ শতাংশ। অন্যদিকে বাংলায় মহার্ঘ ভাতার দাবীতে অনসন ধরণা চলছে লাগাতার। তার মধ্যে এবার গুজরাট সরকার সুখবর দিল তার কর্মীদের।

সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের এক ধাক্কায় বেড়ে গেল মহার্ঘ ভাতার পরিমাণ। সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের জন্য দারুন সুখবর গুজরাটে। সপ্তম বেতন কমিশনের অধীনে গুজরাট সরকার তাদের সরকারি কর্মচারীদের জন্য ৪২ শতাংশ হারে ঘোষণা করল মহার্ঘ ভাতা।

মঙ্গলবার এই ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি জানিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য একটা দারুন খবর এবার থেকে ৪৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। আগামী জুলাই মাস থেকে এই বকেয়া মহার্ঘ ভাতা মতন বেতন এবং পেনশন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আগামী ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এই মহার্ঘ ভাতা আরো বেড়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে! চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল! এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গুজরাটের রাজ্য সরকারি কর্মচারী মহলে।

আর এই ঘোষণার পরপরই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের মাত্রা যে আরো জোরদার হল তা বলাই বাহুল্য।