সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২১ জুলাইয়ে স’মা’বে’শে যেতে ৩০ টি ভলভা বাস ভা’ড়া তৃণমূলের, জানুন ভা’ড়া

করোনাকাল চলে গিয়েছে সেই কারণেই এবার ফের তোড়জোড় শুরু হয়েছে ২১ জুলাইয়ের ।টানা ২ বছর পর এবার ফের আয়োজন শুরু হয়েছে ধর্মতলা চত্ত্বরে। বলা যেতে পারে সেই বিশাল আকারের আয়োজন করতে চলেছে শাসক দল।

মনে করা হচ্ছে ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বার্তা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন উপস্থিত থাকবে সেই সভায়।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার থেকে মানুষ জন সেখানে উপস্হিত হতে শুরু করেছে। কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা সমস্ত জায়গা থেকে মানুষ যাচ্ছে।

আরো পড়ুন: আ’র স্কুলে যেতে দে’রি হবে না, জন্মদিনে মাকে চিঠি লি’খে যা করলো ছেলে

বিশেষ করে কোচবিহারের জেলা নেতৃত্ব বিশেষ আয়োজন করেছে। যদি গত বছর গুলোর কথা বলা হয়, তাহলে দেখা যাবে উত্তরবঙ্গের মানুষ ট্রেনেই যাতায়াত করতেন।

কিন্তু এবার অন্য আয়োজন করা হয়েছে, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে ভলভো বাস ভাড়া করা হয়েছে। জানা গিয়েছে প্রতি বাসের ভাড়া ৭০ হাজার টাকা ।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আগামী ১৯, ২০ তারিখ বাস গুলো কলকাতায় আসবে সভা শেষ করে আবার সেগুলো সবাইকে তুলে নিয়ে ফিরে যাবে।

বিভিন্ন অঞ্চলের কমিটিগুলো থেকে বাস ভাড়ার আবেদন করা হয়। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কোচবিহারে এসে পৌঁছবেন, পরে সবাইকে নিয়ে বাস ছাড়া হবে কলকাতার উদ্দেশ্যে।