সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা-আগরতলা এক্সপ্রেসের শুভ সূ’চ’না, উ’দ্বো’ধ’ন করলেন রাষ্ট্রপতি

পর্যটকদের জন্য এবার এসে গেছে সুখবর। এতদিন পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যের ত্রিপুরাতে যাওয়ার জন্য একমাত্র ভরসা ছিল বিমান, তবে এইবারে চালু হতে চলেছে কলকাতা আগরতলা এক্সপ্রেস। এবার কলকাতা থেকে সরাসরি ট্রেন পৌঁছে যাবে ত্রিপুরার রাজধানীতে। এই শুভ আরম্ভর সূচনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ।

আজ কলকাতা আগরতলা এক্সপ্রেসের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। সেইসঙ্গে যাত্রা শুরু করল আগরতলা খং সাং জনশতাব্দী এক্সপ্রেস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদীর মূর্মূ সবুজ পতাকা দেখিয়ে এই দুটি ট্রেনের উদ্বোধন করলেন। এতদিন পর্যন্ত গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলত কিন্তু এখন গুয়াহাটি কলকাতা আগরতলা অব্দি করা হলো।

অন্যদিকে আগরতলা থেকে জিরিবাম জনশতাবদি এক্সপ্রেস মনিপুরের খংসাং পর্যন্ত যাত্রা করবে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ের রেলওয় এর তরফ থেকে জানানো হয়েছে, এই দুটি ট্রেন ১৪ ই অক্টোবর থেকে যাত্রা শুরু করবে আনুষ্ঠানিকভাবে।

আরো পড়ুন: গান্ধী মূ’র্তি’র পাদদেশে টেট চাকরিপ্রার্থীদের নতুন করে ধ’র্ণা’য় বসার অনুমতি নয়

প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার এই ট্রেন চলবে। কলকাতা আগরতলা এক্সপ্রেস এর রুট হল কলকাতা আগরতলা এক্সপ্রেস এর ট্রেন যাবে ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং মান্দারডিশা, গুয়াহাটি, গোয়ালা পাড়া টাউন, নিউ বঙ্গাইগাও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিশানগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল।

এই ট্রেনটিতে রয়েছে একটি এসি ফার্স্ট ক্লাস,স্লিপার ক্লাস এবং একটি জেনারেল ক্লাস সেকেন্ড ক্লাস এবং ২ জিএএস এল আর কোচ রয়েছে। এই ট্রেনটি প্রত্যেক সপ্তাহে একদিন করেই চলবে। অন্যদিকে আগরতলা খং সাং জনশতাবদি এক্সপ্রেসটি যাএার জন্য নতুন লাইন তৈরি করা হয়েছে।

স্বাভাবিকভাবেই এই ট্রেনটি চালু হওয়ার ফলে অনেক মানুষই উপকৃত হবেন। এতদিন পর্যন্ত সড়কে গেলে ৩০০ কিলোমিটারের পথ যেতে লাগল ১৬ ঘন্টা, তবে ট্রেনে যেতে লাভ মাত্র ৭ ঘন্টা।