সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ন দেশে কতদিন থে’কে স্কুল বন্ধ? ভারতের অবস্থান ক’তো নম্বরে? জেনে নিন

একে একে সব বন্ধ দরজা খুলে গেলেও স্কুলের দরজা এখনো পড়ুয়াদের জন্য বন্ধ। আবার কবে স্কুলে আসতে পারবে পড়ুয়ারা? এই প্রশ্ন এখন চারিদিকে ঘুরছে। করোনার তৃতীয় ঢেউ ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে পড়ুয়াদের। এই ছবি শুধুমাত্র ভারতের একার নয়, পৃথিবীর বহু দেশে এখন স্কুল রয়েছে বন্ধ। কোন দেশে কত দিন ধরে স্কুল বন্ধ আছে সেই নিয়ে একটি তালিকা বানিয়েছে ইউনিসেফ।

এই তালিকায় সবার প্রথমে রয়েছে উগান্ডা। সেখানে 83 সপ্তাহ স্কুল বন্ধ রয়েছে। এরপরে স্থান বলিভিয়ার। 82 সপ্তাহ স্কুল বন্ধ রয়েছে বলিভিয়াতে। বলিভিয়ার মতোই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, নেপাল। অর্থাৎ ভারতে প্রায় 82 সপ্তাহ ধরে স্কুল বন্ধ রয়েছে। এরপরে রয়েছে নেপাল এবং পানামার স্থান। এই দুটি দেশে 81 সপ্তাহ স্কুল বন্ধ রয়েছে।

বিশেষজ্ঞরা বর্তমানে বলছেন যেখানে যেখানে সংক্রমণের হার কমে গিয়েছে সেখানে অবিলম্বে স্কুল খুলে দেওয়া প্রয়োজন। নইলে ছাত্র-ছাত্রীদের সমস্যা হতে পারে। সামাজিক মেলামেশা থেকে মানসিক বিকাশ, স্কুল বন্ধ থাকলে ছাত্র-ছাত্রীরা অনেক ক্ষতি হয়। এছাড়াও শিশুরা ঘরের মধ্যে বন্দি থাকলেও বড়রা বাইরে যাতায়াত করছেন। সেখানে বড়দের থেকে শিশুদের শরীরে সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাহলে শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে কেন?

বর্তমানে স্কুলের শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ডিজিটাল বা অনলাইনে পড়াশোনা চলছে। তবে ভারত সহ বহু দেশে গরীব ছাত্রছাত্রীরা এখনো অনলাইনে পড়াশোনা করার সুযোগ পাননি। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তাই স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেওয়ার পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরা।