সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে ভা’লো লাগছে না! বাংলাদেশ যদি নাগরিকত্ব দে’য় ভা’লো হয়, কবীর সুমনের মন্তব্য ঘি’রে বি’ত’র্ক

কবীর সুমন যিনি বর্তমানে সংবাদ শিরোনামে বিশেষ জায়গা করে নিয়েছেন। তাঁর লাগামছাড়া মন্তব্যর কারণেই ওঠে তর্ক বিতর্ক। সম্প্রতি ধর্ষণের প্রতিবাদ প্রতিবাদীদের নপুংসক বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছিলেন।

যদিও এই বারে তিনি অন্য কোনো মন্তব্য করেননি,শুধু বুঝিয়েছেন তার মনের ইচ্ছা। কবীর সুমনের এবার বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে।

বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই একটি মনের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, “যদি কোনদিনও বাংলাদেশ তাঁকে নাগরিকত্বর সম্মান দেয় তবে সেটা তাঁর কাছে আনন্দের বিষয় “।

আরো পড়ুন: গ্রাহকদের পকেট কা’ট’লো SBI, ঋণে সুদের হা’র অনেকটা বা’ড়া’লো দেশের শী’র্ষ ব্যাংক

একজন ভারতীয় শিল্পী হয়ে তাঁর এই ধরনের মন্তব্যের কারণে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিতর্ক, যদিও কবীর সুমনের অনুরাগীরা এই বিষয়টির ওপর দৃষ্টি দিয়ে জানিয়েছে,তাদের শিল্পীর বক্তব্যকে একেবারে অন্যরকম রূপ দেওয়া হচ্ছে।

বিষয়টি হলো সাক্ষাৎকারে তাঁকে একটি প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নটি ছিল তিনি কোনদিন বাংলাদেশের নাগরিকত্ব চান কিনা? ভবিষ্যতে কোনদিন তাঁকে যদি বাংলাদেশ সরকারের তরফ থেকে নাগরিকত্ব প্রদান করা হয় তবে সেই নাগরিকত্ব তিনি নেবেন কিনা?

এই প্রশ্নের উত্তরেই শিল্পী জানিয়েছেন, “অবশ্যই তিনি সানন্দে এই নাগরিকত্ব গ্রহণ করবেন। রাজনৈতিক কারণ ছাড়া যদি বাংলাদেশ সরকার তাঁকে নাগরিকত্ব দিয়ে থাকেন তবে সেটা সবথেকে বেশি আনন্দের বিষয় হবে তাঁর কাছে।

আরো পড়ুন: ছো’ব’ল মা’র’তে এসে খরগোশের লাফালাফি দেখে নিজেই পা’লা’লো সাপ, ভাইরাল ভিডিও

শিল্পীর বক্তব্য, তিনি বাংলাদেশের দিন কাটাতে চান না, অন্যদিকে জানিয়েছেন কলকাতায় এসেও তিনি ভুল করেছেন। তিনি যদি আমেরিকায় থেকে তাঁর গানের চর্চা করতেন তবে সেটি তাঁর কাছে ভালো হতো”।

তিনি অভিযোগ করে বলেছেন, রাজ্যে যে সম্মানটা তাঁর পাওয়া উচিত সেই সম্মান তিনি পান না। তাঁর বাংলায় আর থাকার ইচ্ছা নেই, রাজনীতিকে দূরে রেখে তিনি যদি পশুপাখি নিয়ে সময় কাটাতে পারতেন তবে অনেক বেশি ভালো হতো।