সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ি ভ’র্তি র‍্যাটেল স্নেক-ব্ল্যাক মাম্বা, কিলবিল করছে সাপ, মেঝেতে প’ড়ে আছে গৃহকর্তার মৃ’ত’দে’হ

আমেরিকার মেরিল্যান্ডের চার্লস কাউন্টির এই ঘটনা শুনলে আপনার চোখ কপালে উঠবে বাধ্য। দেওয়ালের গায়ে থরে থরে সাজানো খাঁচা। তার মধ্যে কিলবিল করছে সাপের দল । সামনে মেঝেয় পড়ে রয়েছে গৃহকর্তার নিথর দেহ। প্রতিবেশির খোঁজ নিতে গিয়ে এমন দৃশ্য দেখে কার্যত মুর্ছা যাওয়ার জোগাড় হল স্থানীয়দের। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। খাঁচা খালি করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১২৫টি সাপকেও। কিন্তু তা-ও স্বস্তি পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

বরং চোখের সামনে গোটা দৃশ্য ভেসে উঠলেই ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে শিরদাঁড়ায়। আমেরিকার মেরিল্যান্ডের বুধবার একটি বাড়ি থেকে গৃহকর্তা, ৪৯ বছরের ডেভিড রিস্টনের নিথর দেহ উদ্ধার হয়। আর ওই বাড়িতেই বিষধর, বিষহীন মিলিয়ে খাঁচাবন্দি ১২৫টি সাপ উদ্ধার হয়, যার মধ্যে ছিল অতি বিষধর র‍্যাটল স্নেক, ব্ল্যাক মাম্বা এবং স্পিটিং র‌্যাটল স্নেক, কোবরা সাপও, স্পিটিং কোবরা আত্মরক্ষার্থে বিষদাঁত থেকে তীক্ষ্ণ ভাবে বিষ নিক্ষেপ করতে পারে।

কোনও ভবে সেই বিষের ছিটে চোখে লাগলে চিরকালে মতো দৃষ্টিশক্তি হারান মানুষ। এ ছাড়াও ওই বাড়ি থেকে ১৪ ফুট লম্বা হলুদ রংয়ের একটি বার্মিজ পাইথন উদ্ধার হয়েছে। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও, গোটা দিন ডেভিডকে দেখতে পাননি তাঁর প্রতিবেশি। বাড়ির ভিতর থেকে কোনও সাড়াশব্দও মিলছিল না। তাই রাতের দিকে জানলা দিয়ে ডেভিডের বাড়ির ভিতরের অংশ দেখার চেষ্টা করছিলেন ওই প্রতিবেশি।

তিনি তখনই জানলার ফাঁক দিয়ে ডেভিডকে মেঝেয় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে আপদকালীন নম্বর ডায়াল করে পুলিশকে গোটা বিষয়টি জানান তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকলবাহিনী।