সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রবিবার হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ, কি হ’বে রেজাল্ট?

এটা সকলেরই জানা যে ভারত বনাম পাকিস্তান মানেই একটা অন্য লেভেলেরই লড়াই হবে। সেটা যেকোনো ময়দানেই হোক না কেন। ভারতীয়রা সকলেই পাকিস্তানকে শত্রুপক্ষ দেশ বলেই জানে। তাই যখনই তাদের বিরুদ্ধে কোনো লড়াই এর প্রশ্ন ওঠে সেখানে ভারত নিজের বেস্টটা দিতে দুবার ভাবে না। আর এই লড়াই বেশি প্রত্যক্ষ হয় ক্রিকেট খেলার মাঠে। সেটা টেস্ট হোক কিংবা ওয়ার্ল্ড কাপ। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। তার আগে দলের বোলারের প্রশংসা করতে দেখা গেলো পাকিস্তানের প্লেয়ার বাবরকে।

এটা কি শুধুই প্রশংসা নাকি ভারতকে একটু চাপে রাখতেও চাইছে পাক টিম? পাকিস্তানের টিম গত কয়েকটি খেলা বেশ ভালই খেলেছে। বিশেষ করে ওদের বোলাররা ম্যাচটা জিতিয়ে দিয়েছে বলা চলে। নেদারল্যান্ডস -এর টিমকে একদিনের সিরিজে হারিয়েছে তারা। রবিবারের ম্যাচ এও খারাপ ব্যাটিং করার সত্বেও পাকিস্তানেরই জয়লাভ হয়েছে।

রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ২০৬ রানে অলআউট হয় পাকিস্তান। বাবর ৯১ রান করেন। এর পর নেদারল্যান্ডসকে ১৯৭ রানে অলআউট করার পিছনে রয়েছে বল হাতে নাসিমের পাঁচ উইকেট। প্রথম বার এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। তাই ম্যাচ শেষ হলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নাসিমের খুব প্রশংসা করতে শোনা যায়।