সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোক্ষদা একাদশী: পাপ থেকে মু’ক্তি’র উ’পা’য়, কবে কিভাবে এই ব্র’ত পা’ল’ন করবেন জেনে নিন

পাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মহাসচিবের উদ্বেগ এবং শ্রীমদ্ভাগবত গীতার পূজা করার নিদান দেওয়া হয়। এই ব্রত করলে মানুষের পূর্বপুরুষ মোক্ষ লাভ করেন। কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। এই ব্রত পালন করলে সব মানুষের পাপ নিধন হয়। চলতি বছরের 14 ই ডিসেম্বর মঙ্গলবার মোক্ষদা একাদশী পড়েছে।

ব্রত পালনের একদিন আগে দশমী তিথিতে দুপুরে একবার ভোজন করতে হয়। একাদশীর দিন সকালে উঠে স্নান করতে হয় এবং দ্রুত সংকল্প করতে হয়। ব্রতের সংকল্প নেওয়ার পর ধূপ, দীপ, নৈবেদ্য সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। রাতে পূজা করতে হয় এবং জাগরণ করতে হয়। পুজোর পর কোন ব্যক্তিকে খাওয়াতে হবে এবং দান করলে বিশেষ লাভ পাওয়া যাবে।

মোক্ষদা একাদশী তিথিতে ব্রত পালনের সময় সোমবার রাত 9: 32 থেকে শুরু হচ্ছে। 14 ই ডিসেম্বর রাত 11:35 পর্যন্ত চলবে এই সময়। 15 ডিসেম্বর সকাল সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল নটা বেজে 9 মিনিট পর্যন্ত ব্রত পালনের সময়। এ ব্রতের ব্রতকথাটি হলো, একসময় গোকুলনগরে বৈশ্বানর নামের এক রাজা রাজত্ব করতেন। তার পিতা একদিন তাকে স্বপ্নে দেখা দেন। তিনি নিজের পুত্রের কাছে নরক বাস থেকে মুক্তির প্রার্থনা করেছিলেন।

বাবাকে এভাবে কষ্ট পেতে পেতে ব্যাকুল হয়ে পড়েন রাজা। তিনি পরদিন সকালে ব্রাহ্মণদের ডেকে নিজের স্বপ্নের কথা জানান। ব্রাহ্মণরা তখন রাজাকে পর্বত নামক মুনির আশ্রমে গিয়ে এর উপায় করে দেওয়ার পরামর্শ দেন। পর্বত মুনি রাজার কথা শুনে চিন্তিত হয়ে পড়েন। তিনি রাজাকে বলেন পূর্ব জন্মের পাপে তার বাবার নরকবাস হয়েছে। মোক্ষদা একাদশী ব্রত পালন করলে সেই পাপ ক্ষয় হবে। এরপর ব্রতের বিধান রাজাকে বুঝিয়ে দেন মুনি। রাজা ব্রত পালন করলে তার বাবা পাপ থেকে মুক্তি পান এবং তার স্বর্গপ্রাপ্তি হয়।