সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হ্যালো শুনছেন? এবার থেকে বিয়ার খে’য়ে বোতল ফেরত দি’তে হবে! সা’ফ জানালো কোম্পানি

জার্মান সুরাপ্রেমীদের রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে মাথায় হাত। কারন, সুরাপ্রেমীরা বোতলের ঘাটতিতে বেকায়দায় পড়েছেন। ইউক্রেন জার্মানিতে কাচ সরবরাহ করত।

মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওয়াইন-প্রেমী দেশটির ওয়াইন প্রস্তুতকারকেরা বিদ্যুৎ এবং বার্লির জন্য আরও বেশি করে টাকা গুনছে।

ফলে সম্ভাবনাও রয়েছে দাম বৃদ্ধির। রিপোর্ট মতে, বেশ কিছু সংস্থা গ্রাহকদের খালি বোতল ফিরিয়ে দিতে বলছে। কাচের সরবরাহ বন্ধ হওয়ায় নতুন বোতল তৈরি হচ্ছে না।

আরো পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বি’রো’ধী জোটের মু’খ যশবন্ত সিনহা, সিলমোহর সব দলের

প্রস্তুতকারকেরা এমন পরিস্থিতিতে পুরনো বোতলকেই হাতিয়ার করতে চাইছেন। তারা গ্রাহকদের কাছে অনুরোধ করছে, বিয়ার শেষ হয়ে গেলে, সুরাপ্রমীরা যেন বিয়ারের বোতল ফেরত দেন।

সোডা ও বিয়ারের ব্যবসা পর্যাপ্ত কাচের অভাবে বোতল তৈরি না করতে পারায় প্রভাবিত হতে চলেছে। যুদ্ধের জেরেই রাশিয়া থেকে আসছে না কাচ।

এছাড়া এই দেশটি শস্য ও রান্নার তেলের সরবরাহও প্রায় বন্ধ করেছে। যার প্রভাবে দাম বেড়েছে নানা খাদ্য দ্রব্যের। পাশাপাশি বিদ্যুতের দামও বেড়েছে।