সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাষ্ট্রপতি নির্বাচনে বি’রো’ধী জোটের মু’খ যশবন্ত সিনহা, সিলমোহর সব দলের

আর বেশীদিন নেই সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। তার তোড়জোড় চলছে জোরকদমে। বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে যশবন্ত সিঙ্ঘকে।

আজ মঙ্গলবার দিল্লির এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে ১৮ টি দলের একটি বৈঠক বসে। আর সেখানেই বিরোধী দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় যশবন্ত সিংহ কে।

এ বৈঠকে পাওয়ার বলেন, বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শিবিরের সর্বসম্মত প্রার্থী যশবন্ত। সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন তৃনমূলের সর্বভারতীয় সমাপদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার শরদ পাওয়ারের বাড়িতে উপস্থিত হয়েছিলেন।

আরো পড়ুন: আপনি কি ঝকঝকে-পরিষ্কার আলু কি’নে আনছেন বাজার থেকে? কোনো কি ভু’ল করছেন?

যেখানে ছিলেন সিপি এম নেতা সীতারাম ইয়েচুরি। সেখানেই যশবন্তের নাম চূড়ান্ত ভাবে ঘোষণা করা হয়। এরপরেই দেখা যায় যশবন্ত সিংহ নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন। সেখানেই তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন।

সেই টুইটে অবশ্য তিনি মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানায়, যশবন্ত সিং কিন্তু এক সময়ে বিজেপির খুবই ঘনিষ্ঠ ছিল্রন, কিন্তু ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাতে দলের ক্ষমতা চলে যাওয়ায় সম্পর্কে অবনতি ঘটে।

এক সময় কিন্তু তিনি বিজেপির মুখপাত্র ছিলেন। এমনকি অটল বিহারি বাজপেয়ীর সময়কালে তিনি অর্থ মন্ত্রী ও বিদেশ মন্ত্রী হিসেবেও ক্ষমতা সামলিয়েছে।

তিনি মনে করেন মোদী শাহের চিন্তা ভাবনা গণ তন্ত্র বিরোধী, এই নিয়ে তিনি একাধিকবার অভিযোগ তোলেন। শেষ পর্যন্ত তিনি এই সব কিছু সহ্য করতে না পেরে একটা সময় বিজেপি থেকে বেড়িয়ে আসে।