সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট ও নতুন ঘো’ষ’ণা মোদি সরকারের, কো’টি কো’টি মানুষ হবেন উপকৃত

নতুন বছর শুরু হতে না হতেই জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। এর মধ্যেও যাত্রীদের জন্য সুখবর নিয়ে হাজির ইন্ডিয়ান রেলওয়ে। এই সুবিধা এবার রেলস্টেশনে বসেই উপভোগ করতে পারবেন যাত্রীরা। এবার ফের বড় চমকের পথে কেন্দ্রীয় সরকার। রেলস্টেশনে শুধু ট্রেনের টিকিট নয়; এবার মিলবে বিমান ও বাসের টিকিট। শেষ নয় এখানেও। রেলস্টেশনে করানো যাবে আধার প্যান, ভোটার কার্ড, এমনকি মোবাইল রিচার্জও।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে দেশে 200 টি রেলওয়ে স্টেশনে কমন সার্ভিস সেন্টারের কিয়স্ক বা স্টল বসিয়ে নয়া এবং আকর্ষণীয় কর্মসূচির পথে হাঁটতে চলেছে রেলমন্ত্রক। নাম দেওয়া হয়েছে “রেলওয়্যার সাথী” এদিন রেল বিবৃতিতে জানিয়েছে,রেলওয়্যারের মাধ্যমে তৈরি করা কিয়োস্কের ভিত্তিতেই এই পরিষেবা দেওয়া হবে রেলযাত্রীদের। সিএসসি -এসপিভি এবং ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে সংযোগসাধনের মাধ্যমেই এই প্রকল্প শুরু করা হয়েছে।

গ্রামীণ স্তরের উদ্যোগের মধ্যে দিয়ে করা হবে কিয়োস্ক, এর ভিত্তিতেই পরিষেবা চালানো হবে। এই কিয়োস্কের নাম রেলওয়ার সাথী কিয়োস্ক। এর সার্ভিস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বারাণসী ও প্রয়াগরাজের মতো স্টেশনগুলিতে এই কিয়োস্ক কাজ করতেও শুরু করে দিয়েছে। আগামী দিনে আরও বেশি সমস্ত স্টেশনে ছড়িয়ে পড়বে এই সার্ভিস। এতে বিপুল সংখ্যক যাত্রীরাই উপকৃত হবেন।