সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেদারনাথ ধামে পূণ্যার্থীদের হেলিকপ্টার ক্র্যা’শ, ৬ জনের মৃ’ত্যু

হিন্দুধর্মের সমস্ত বিখ্যাত তীর্থস্থান গুলির মধ্যে এক এবং অন্যতম তীর্থস্থান হলো কেদারনাথ। মহাদেবের সকল ভক্তদের কাছেই কেদারনাথ যাওয়া কটা স্বপ্ন। আর এই সপ্ন একবার হলেও পূর্ন করতে যাওয়ার চেষ্টা করেন ভক্তরা। প্রতিদিন সেখানে হাজার হাজার তীর্থযাত্রী যান মহাদেবের দর্শনের জন্য। অনেকেই মনে করেন এতে পূণ্য লাভ হয়। ঠিক তেমনি কিছু তীর্থযাত্রী এসেছিলেন কেদারনাথ। সেখান থেকেই ফিরছিলেন তারা বিমানে।

কিন্তু আবহাওয়া জনিত গোলযোগের কারণেই হোক বা অন্য কোনো কারণে ( সেটা এখনই ভালোভাবে জানা যায়নি) সেখানে এক দুর্ঘটনা ঘটে যায় বলে জানা যাচ্ছে। কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী ওই হেলিকপ্টার ভেঙে পড়ে। আর এই ঘটনায় দুই পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজনই মহিলা বলে জানা যাচ্ছে।

উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) কমান্ড্যান্ট মণিকান্ত মিশ্র এবং মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ প্রিন্সিপাল সেক্রেটারি অভিনব কুমার -এর দেওয়া তথ্য অনুযায়ী, কেদারনাথ বিমানবন্দর থেকে ওড়ার পরেই বিমানটি গরুর চটি জায়গা বরাবর ভেঙে পরে। মাত্র ২ কিমির ব্যবধানেই এই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। এখনও পর্যন্ত ছয় জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে।

আরো পড়ুন: বিদেশি মহিলার গলায় আইগিরী নন্দিনী! গান শু’নে অ’বা’ক নেট দু’নি’য়া

উদ্ধারকাজ এখনও জারি রয়েছে বলে জানিয়েছেন তারা। উত্তরাণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। কি করে এমন ঘটলো সেই নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়াও টুইট বার্তায় ধামি লেখেন, ‘কেদারনাথের কাছে গরুড় চটিতে দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় কিছু লোকের হতাহতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ এছাড়াও উত্তরক্ষণ্ডের কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এই বিষয় নিয়ে টুইট করেন। এই দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আমরা রাজ্য সরকারের সাথে যোগাযোগ করছি। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’