সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুনামি স’ত’র্ক’তা জা’রি ভারত মহাসাগর জুড়ে! কিন্তু কে’ন?

সুনামির সতর্কতা জারি করা হল গোটা ভারত মহাসাগর জুড়ে। শুক্রবার সকালে এই ভূমিকম্পের জেরে ভারত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন সংস্থা ইউএসজিএস।

এদিন ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমোর। কম্পন মাত্রা ৬.২। কেন্দ্রস্থল লসপালোস নামে একটি জায়গা থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। শুধু ইউএসজিএস-ই নয় ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং অ্যান্ড মিটিগেশন সিস্টেম-ও ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে।

আরো পড়ুন: ড্রোন উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, সরকারি কাজকর্ম ন’জ’রে রাখতে বি’রা’ট পদক্ষেপ

পূর্ব তিমোরের রাজধানীতে ভূমিকম্প বেশিক্ষণ অনুভূত হয়নি বলে দাবি করেছেন এক সাংবাদিক। কম্পনের পর সাধারণ মানুষ নিজের কাজকর্মে বেরিয়ে পড়েন।

প্রতিবেশী বলিভিয়ার রাজধানী লা পাজ এবং পেরুর শহর আরেকিপা, টাকনা এবং কসকো কেঁপে ওঠে। ‘রিং অফ ফায়ার’ নামে একটি জায়গা রয়েছে ওই এলাকায়। এর আওতায় আসে পূর্ব তিমুর। এখানে ভূমিকম্প, সুনামি প্রায়শই হয়।

চলতি বছর ফেব্রুয়ারিতে উত্তর সুমাত্রায় ৬.২ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত হয়। ভূমিকম্পের জেরে জেগে ওঠে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেও ভূমিকম্প হয়। মাঝে মধ্যে সুনামিও আসে।