সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলেও শা’ন্তি নেই! পার্থর উপর অ’ত্যা’চা’র করছে অন্য কয়েদিরা

এসএসসি কাণ্ডে টাকা নিয়ে দুর্নীতি করার অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বেশ কয়েকদিন ইডি হেফাজতে থাকার পর তাদেরকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে।

সেখানে বিচারপতি তাদের আরো ১৪ দিনের জেল হেফাজত দেন। তাই বাংলার প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে ও অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় আলিপুর মহিলা সংশোধনাগারে আদালতের নির্দেশ অনুসারে।

তাঁদের আইনজীবী তাদের জামিনের আবেদন করলেও সেই আবেদন গ্রাহ্য হয়না। খারিজ করে দেওয়া হয়। আরো ১৪দিনের জেল হেফাজত দেওয়া হয় তাদের। তারপর থেকেই তাঁরা জেলের মধ্যে বন্দি। অতি সাধারণ মানুষের মতোই জীবন কাটছে তাঁদের জেলের ওই ঘুপচি ঘরের মধ্যে।

আরো পড়ুন: কেন এলোপাতাড়ি গু’লি চালালেন? পার্কস্ট্রিট কা’ণ্ডে অভিযুক্তর বি’স্ফো’র’ক দা’বি

এই জেলের মধ্যেই থাকা কালীন ঘটে একটি খারাপ ঘটনা। জানা যাচ্ছে যে – গত শনিবার সেলের বাইরে মা কালির ছবিতে জবা ফুল দিতে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানের সহবন্দিরা তাঁকে দেখে ‘ চোর চোর ‘ বলে ওঠেন।

শুধু তাই নয় অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও শোনা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেও এরকম একটি অপ্রীতিকর ঘটনার সন্মুখিন হতে হয়েছিল প্রাক্তন মহাসচিবকে।

তাঁর চিকিৎসার জন্য গত মঙ্গলবার তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই ঘটে এক ঘটনা। দেখা যায়, শুভ্রা ঘোরুই নামে এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোঁড়েন।

জুতো টি না লাগলেও জুতো ছোঁড়া হয়। সেই মহিলাকে জিজ্ঞেস করলে জানায় – ” আমার রাগ ছিল তাই জুতো মেরেছি। মালা দিয়ে বরণ করলে কি ভালো হতো? এবার আমায় ছেড়ে দিন। ”

অতএব বলা চলে, এই টাকা দূর্নীতির কারণে সমগ্র রাজ্যবাসী ক্ষোভে ফুঁসছে। কেউ মেনে নিচ্ছেন না এই ঘটনা। তাই এরকম ঘটনা যে সেলের ভিতর ঘটবে তা অপ্রত্যাশিত নয়।