সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন এলোপাতাড়ি গু’লি চালালেন? পার্কস্ট্রিট কা’ণ্ডে অভিযুক্তর বি’স্ফো’র’ক দা’বি

কলকাতার পার্ক স্ট্রিটে শ্যুটআউটে একজনের মৃত্যু হয়েছে। রাজ্যবাসী শনিবার গুলি চালানোর এই ঘটনা প্রত্যক্ষ করেছেন। এমনকি গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

কেন্দ্রীয় হেড কনস্টেবল ৪৩ বছরের অক্ষয়কুমার মিশ্র ১৫ রাউন্ড গুলি চালিয়ে সিআইএসএফ বারাকের ভিতরে দাপিয়ে বেড়ান । তাঁকে গ্রেফতার করা হয়েছে। রূদ্ধশ্বাস এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘‌অপারেশন মোজো’‌।

এই ধৃত জওয়ান রবিবার পুলিশের কাছে বিস্ফোরক দাবি করেছেন। এই ধৃত জওয়ান জানিয়েছে, গত দু’মাস ধরে ঊর্ধ্বতন অফিসারের হাতে হেনস্থার শিকার হচ্ছিলেন।

আরো পড়ুন: কেউ WhatsApp হ্যা’ক করার চে’ষ্টা করছে? এবার আ’স’বে Alert

সিআইএসএফের অ্যাসিস্টেন্ট কমিশনার সুবীর ঘোষ নিয়মিত উত্ত্যক্ত এবং মানসিক নির্যাতন করতেন। আর সহ্য করতে না পেরে বাধ্য হয়েই গুলি চালাতে হয়েছে।

শনিবার জাদুঘরে সিআইএসএফের ব্যারাকে একে–৪৭ রাইফেল থেকে পরপর ১৫ রাউন্ড গুলি চলে। সুবীর ঘোষ যে গাড়িতে ছিলেন, সেই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন অক্ষয়কুমার।

শনিবার রাতেই ঘটনাস্থলে আসে ফরেনসিক দল। ধৃত জওয়ানকে আজ রবিবারই তোলা হবে আদালতে।