সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাবধান! “নকল” আইপিএল চলছিল রমরমিয়ে, ভু’য়ো ক্রিকেটার দেখে তা’জ্জ’ব পুলিশ প্রশাসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গুজরাতে অনুষ্ঠিত হচ্ছে; তবে সেটা আসল নয়। জাল আইপিএল ঘিরেও এলাহি আয়োজন। টেলেগ্রাম চ্যানেলের মাধ্যমে বেটিংও হচ্ছে।

এমনকি এই আইপিএলে রাশিয়ানরাও বেটিং করছেন। কিন্তু প্রতিযোগিতা সম্পূর্ণ করা গেল না। নক আউটের আগেই পুলিশের জালে, জাল আইপিএলের কান্ডারিরা।

গুজরাতের একটি ফার্ম হাউসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিজেদের নিজস্ব চ্যানেলে ম্য়াচের সম্প্রচারও হয়েছে। একজন মিমিক্রি আর্টিস্টকেও ঠিক করা হয় ধারাভাষ্যের জন্য।

আরো পড়ুন: BMW গাড়ি নদীতে ফে’লে দিলেন এক ব্যক্তি, কারণ জানলে ভিমড়ি খে’য়ে পড়বেন

যিনি ‘হর্ষ ভোগলের’ আওয়াজ নকল করে ধারাভাষ্যে দেন। একটা পূর্ণাঙ্গ আইপিএলই চলছিল। রাশিয়ার ভের, ভোরোনেজ, মস্কোর মতো শহর থেকে বেট করা হয়েছে এই প্রতিযোগিতায়।

জাল এই আইপিএল শুরু হয় আসল আইপিএল শেষ হওয়ার পরই। এবারের আইপিএলে নতুন দুটি দল অংশ নিয়েছিল। গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম বারই চ্যাম্পিয়ন গুজরাট। তারপরই গুজরাতের মেহসানায় এই নকল আইপিএল শুরু হয়।